![]() |
শাহরিয়ার হৃদয়, টেক শহর কনটেন্ট কাউন্সিলর : দেশি মোবাইল ফোন ব্র্যান্ড ম্যাক্সিমাসের ফোনগুলো দেশের বাজারে ওয়ালটন, সিম্ফনির সঙ্গে ভালোই পাল্লা দিচ্ছে। এগুলোর চেয়ে দাম কিছুটা বেশি হলেও ম্যাক্সিমাসের মোবাইল ফোনগুলোর দাম বড় আন্তর্জাতিক ব্র্যান্ডগুলোর চেয়ে কম। পারফরম্যান্সও চমৎকার।
অনেকেই মাঝারি দামের ম্যাক্সিমাস মোবাইল ফোন পছন্দ করছেন। ম্যাক্স৪০৪ তাদের প্রাথমিক একটি মডেল, যা মূলত লোএন্ড ব্যবহারকারীদের জন্য তৈরি।
ডিজাইন
বেসিক ফোন হলেও এটি দেখতে বেশ আকর্ষণীয়, বডি কালো ও ধাতব রঙের মিশ্রণে তৈরি। ফিনিশিং বেশ মসৃণ। পুরুত্ব মাত্র ৮.৯ মিলিমিটার।
ডিসপ্লে
এর আইপিএস ডিসপ্লে তুলনামূলক ছোট, ৪ ইঞ্চি। ৪৮০*৮০০ পিক্সেল রেজ্যুলেশনের ওয়াইড ভিজিএ স্ক্রিন, তবে স্ক্রিনের আউটপুট খুব উন্নত নয়। আইকনগুলো ও অনেক গেইম কিছুটা ঝাপসা দেখাবে।
কানেক্টিভিটি
এতে আছে ব্লুটথ ৪.০, ওয়াই-ফাই, মাইক্রোইউএসবি ২.০, এফএম রেডিও সঙ্গে ডুয়াল সিম সুবিধা। সেন্সরের মধ্যে আছে জাইরো, প্রক্সিমিটি ও লাইট সেন্সর।
ক্যামেরা
এর প্রধান ক্যামেরাটি ৫.০ মেগাপিক্সেল। সেকেন্ডারি ফ্রন্ট ক্যামেরা ১.৩ মেগাপিক্সেল। তবে ফ্ল্যাশ আছে।
কনফিগারেশন
ফোনটিতে মিডিয়াটেক চিপসেট ও ডুয়াল কোর ১.৩ গিগাহার্জ প্রসেসর ব্যবহার করা হয়েছে। র্যাম কিছুটা কম, ৫১২ মেগাবাইট। ইন্টারনাল মেমরি ৪ জিবি, যা এসডি কার্ড দিয়ে ৩২ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।
পারফরম্যান্স
অপারেটিং সিস্টেম হিসেবে অ্যান্ড্রয়েড জেলিবিন ৪.২ ব্যবহার করা হয়েছে এতে। বেসিক হিসেবে সঠিক কনফিগারেশন হওয়ায় অ্যান্ড্রয়েডের ফিচারগুলো স্বাচ্ছন্দ্যেই ব্যবহার করতে পারবেন। যদিও গেইম খেলতে সমস্যা হবে কম র্যামের কারণে। দুর্বল ও ছোট ডিসপ্লের কারণে মুভি দেখে পুরো মজা পাওয়া যাবে না। এছাড়া ব্রাউজিং, ভিডিও চ্যাট ইত্যাদি করা যাবে।
ব্যাটারি
এতে ১৪০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি ব্যবহার করা হয়েছে।
ওয়ারেন্টিসহ ফোনটি পাওয়া যাচ্ছে ৭ হাজার ৪৩৫ টাকায়।
এক নজরে ভালো
– চমৎকার ডিজাইন
– ডুয়াল সিম
এক নজরে খারাপ
– ডিসপ্লে দুর্বল
– র্যাম কম