আসছে আসুস জেনফোন ৬

asus-techshohor

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : তাইওয়ানিজ কোম্পানি আসুস আনতে যাচ্ছে জেন সিরিজের আরেকটি ফোন। আগামী ১৪ মে স্পেনের ভ্যালেন্সিয়ায় জেনফোন ৬ মডেলটি উন্মোচন করা হবে।

এ ব্যাপারে অফিশিয়াল কোনো ঘোষণা দেয়নি আসুস। তারা কোনো টিজারও প্রকাশ করেনি। ম্যাগাজিন পত্রিকায় প্রকাশিত এক বিজ্ঞাপন থেকে ফোনটি উন্মোচনের দিনক্ষণ জানা যায়।

বিজ্ঞাপনের শিরোনাম দেওয়া হয়েছে ‘ডিফাই অর্ডিনারি’। এর মাধ্যমে নচ ডিসপ্লের ডিজাইন বাদ দেওয়ার ইঙ্গিত মিলেছে। কারণ সম্প্রতি জেনফোন ৬ এর একটি ছবি ফাঁস হয়। সেখানে দেখা যায়, ফোনটিতে নচ ডিসপ্লে দেওয়া হয়নি। ফোনটির বেজেলও খুব সরু। এতে থাকতে পারে স্ন্যাপড্রাগন ৮৫৫ প্রসেসর ও ত্রিপল ক্যামেরা সেটআপ।

Techshohor Youtube

দুই সপ্তাহ আগে জেনফোন ৬ এর ছবি অনলাইনে ফাঁস হয়। সেখানে কমলা বেগুনী ও কালো রঙে দেখা যায় ফোনটি।

প্রতিষ্ঠানটি সম্প্রতি জানিয়েছে, স্মার্টফোনের বাজারে অবস্থান শক্ত করতে তারা গেইমিং ফোন আনার সিদ্ধান্ত নিয়েছে। যারা খুব শক্তপোক্ত কাজে স্মার্টফোন ব্যবহার করতে চান তাদের কথা ভেবে ফোনগুলো আনা হবে।

কিছুদিন আগে প্রতিষ্ঠানটি গেইমারদের জন্য আসুস জেনফোন ম্যাক্স প্রো এম২ সিরিজ বাজারে এনেছে। প্রতিষ্ঠানটি সিরিজটিতে ভালো সাড়া পেয়েছে বলে জানা গেছে।

গিজমো চায়না অবলম্বনে এজেড/ফেব্রু ২৪/২০১৯/১২৫৩

*

*

আরও পড়ুন