![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : রাজধানীতে শুরু হওয়া উদ্যোক্তা হাটে যেকোন ধরনের হোস্টিং কিনলেই ডটকম ডোমেইন ফ্রি দিচ্ছে হোস্টমাইট।
ধানমন্ডি ২৭ নম্বরের উইম্যান ভলান্টারি অ্যাসোসিয়েশন মিলনায়তনে শুরু হওয়া তিন দিনব্যাপী উদ্যোক্তা হাটে এই অফার পাওয়া যাচ্ছে।
হোস্টমাইটের প্রধান নির্বাহী জোবায়ের আলম বিপুল টেকশহরডটকমকে বলেন, প্রতিবারের মত উদ্যোক্তা হাটে এবারও ওয়েব হোস্টিংয়ে আমরা বিভিন্ন রকমের ছাড় দিচ্ছি। এবার ওয়েব হোস্টিং কিনলেই সঙ্গে ডটকম এক্সটেনশনের ডোমেইন ফ্রি দেওয়া হচ্ছে।
এই ছাড়াও পিওর এসএসডি, সুপার ফাস্ট লাইটস্পিড এবং ক্লাউন্ড লিনাক্স নির্ভর এক জিবি ওয়েব হোস্টিং দাম ৯০০ টাকা এবং ১০ জিবির রিসেলার হোস্টিং ৫৬০০ টাকায় পাওয়া যাচ্ছে।
এছাড়া যে কোন ওয়েব হোস্টিং কিনলেই পাচ্ছেন ফ্রি এসএসএল, ফ্রি ওয়েবসাইট ব্যাকআপ ও ফ্রি ভাইরাস স্ক্যানিং।
প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত চলবে এই হাট।
ইএইচ/ফেব্রু২২/২০১৯/১৭০৫
বাড়ি নং : ২২০, রোড নং : ২, বারিধারা ডিওএইচএস, ঢাকা-১২০৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি