ঢাকায় শুরু উদ্যোক্তা হাট

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : রাজধানীতে শুরু হয়েছে তিন দিনের উদ্যোক্তা হাট। 

তরুণ ও নবীন উদ্যোক্তাদের প্ল্যাটফর্ম ‘চাকরি খুঁজব না চাকরি দেব’র উদ্যোগে ধানমন্ডি ২৭ নম্বরে উইম্যান ভলান্টারি অ্যাসোসিয়েশন মিলনায়তনে বসেছে মেলাটি।

শুক্রবার সকালে হাটের উদ্বোধন করেন বিডি ভেঞ্চার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শওকত হোসেন।

Techshohor Youtube

এসময় উপস্থিত ছিলেন ‘চাকরি খুঁজব না চাকরি দেব’ উদ্যোগের প্রধান ও বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের সাধারণ সম্পাদক মুনির হাসান, আইপে সিস্টেম লিমিটেডের হেড অব বিজনেস অ্যান্ড স্ট্র্যাটেজি মোহাম্মদ আবুল খায়ের চৌধুরী প্রমুখ।

আইপে  উদ্যোক্তা হাটের আহবায়ক প্রমি নাহিদ জানান, এবারের হাটে প্রায়  প্রায় ৫০ উদ্যোক্তা তাদের জামা, কাপড়, খাবার, চামড়া ও চামড়াজাত পণ্য, ইলেকট্রনিক্স, ইনটেরিয়র সামগ্রী, আইটি সেবা  প্রদর্শন ও বিক্রি করছেন। 

গ্রুপের উদ্যোক্তাদের পণ্য ও সেবা সাধারণের মাঝে তুলে ধরার জন্য এই হাটের আয়োজন করা হয়েছে বলে তিনি জানান।

হাটের টাইটেল স্পন্সর দেশের অন্যতম জনপ্রিয় ডিজিটাল মানি প্ল্যাটফর্ম আই পে বাংলাদেশ।

হাটে অংশ নিয়েছে টোটাল অনলাইন সলুশন, কুক্যান্টস লিমিটেড, ডিজিটাল পাওয়ার অ্যান্ড টেকনোলজি, মেনসা ডিজিওয়ার্ল্ড, রেজিস্ট্রো, কড়ি.কম, শাবাব লেদার, জেটগো,  কাশফিয়া বুটিক, অঙ্গ ঢং, ফ্রুইজার বাংলাদেশ, খানস হেলথ অ্যান্ড বিউটি, আফরিনস কালেকশন, জামিলা, কারুকাজ, ব্রেওন্না,  ফুডহাট, প্রিয় বাজার, ইজিয়ার, রেজিস্ট্রার,  অদ্ভুত দ্যা শপিং উন্ডার, নাইয়রী, অচিন, রেনে বাংলাদেশ, সুহায়রা, সফট টেক ইনোভেশন লিমিটেড, সাববাক্স, এম অ্যান্ড বি ইন্টারন্যাশনাল, স্টাইজিন, প্রাইম আইটি লিমিটেড, রঙিনমেলা, ব্র্যান্ড কিডজ, লেজিফগ.কম,  লিরিক হ্যান্ডিক্রাফটস, হোস্টমাইট, পেপারটুপার্ল বিডি, বেকারি অ্যান্ড পেস্ট্রি, ডাবটেইল এবং ডায়না হোস্ট লিমিটেড।

কৌশলগত পার্টনার আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড, বিডি ভেঞ্চার লিমিটেড।

এছাড়া পার্টনার হিসাবে রয়েছে টেকশহরডটকম। 

বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) আয়োজনের সহযোগী।

ইএইচ/ফেব্রু২২/২০১৯/১৬০০

*

*

আরও পড়ুন