Header Top

এনএফসি চিপের ব্যবহার কমিয়েছে শাওমি-অপ্পো

NFC-techshohor

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : ফোনের নিয়ার ফিল্ড কমিউনিকেশন টেকনলোজির (এনএফসি) মাধ্যমে হেডফোনে ব্লুটুথ কানেক্ট করা, ডেটা ট্রান্সফার ও মোবাইল পেইমেন্টের কাজ চালানো হয়। এছাড়া, প্রোগ্রামেবল এনএফসি চিপ দিয়েও বিভিন্ন কাজ করা যায়।

কিন্তু ডিভাইসে এই এনএফসি চিপের ব্যবহার কমিয়ে দিয়েছে শাওমি, এলজি, অপ্পো ও অ্যালকাটেল। এ তথ্য পাওয়া গেছে সাইন্টিয়ামোবাইলের মোবাইল ওভার ভিউয়ের রিপোর্ট থেকে।

যেমন ২০১৫ সালে এলজি ৬৯ শতাংশ ডিভাইসে এনএফসি ব্যবহার করতো। ২০১৮ সালে তারা ৫৫ শতাংশ ডিভাইসে এনএফসি চিপ ব্যবহার করছে। গত বছরের তুলনায় এনএফসির ব্যবহার ৩ শতাংশ হারে কমিয়েছে অপ্পো ও শাওমি।

রিপোর্ট অনুযায়ী, এশিয়ার বাজারকে লক্ষ করে তৈরি ডিভাইসগুলোতেই শুধু এনএফসি চিপের ব্যবহার কমিয়েছে ফোন নির্মাতা প্রতিষ্ঠানগুলো। এশিয়ার দেশগুলোর তুলনায় পশ্চিমা বিশ্বেই এনএফসির ব্যবহার বেশি। এছাড়াও, এশিয়ার বাজারে হাই এন্ড ফোনের চাহিদা কম। মিড রেঞ্জ বা এন্ট্রি লেভেলের ফোনের দাপটই বেশি। ডিভাইস থেকে এনএফসি চিপ বাদ দিয়ে তাই ব্যয় কমানোর চেষ্টা করছে ফোন নির্মাতা কোম্পানিগুলো।

তবে হুয়াওয়ে, মটোরলা, এইচটিসি, সনি ও অ্যাপলের ডিভাইসগুলোতে উন্নত প্রযুক্তির এনএফসি চিপ সংযোজন করা হচ্ছে।

গিজমোচায়না অবলম্বনে এজেড/ ফেব্রু ১৬/২০১৯/১৪২০

*

*

আরও পড়ুন