মোবাইলেই পাওয়া যাবে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সেবা

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সেবাগুলোকে অনলাইনে আনার কাজ চলছে। এজন্য মন্ত্রণালয় একটি কেন্দ্রীয় ডিজিটাল সিস্টেম বাস্তবায়নের পরিকল্পনা নিয়েছে। 

সেবাগুলোকে ‘জনবান্ধব কেন্দ্রীয় সেবা বাস্তবায়ন’ এর লক্ষ্যে গত বৃহস্পতিবার একটি মতবিনিময় সভা করেছে মন্ত্রণালয়। 

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান বলেন, সমন্বিত সিস্টেম বাস্তবায়নের মাধ্যমে মন্ত্রণালয়ের সকল সেবা মোবাইলের মাধ্যমে যাতে সবাই পেতে পারেন এজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। 

Techshohor Youtube

এই কাজে অন্যান্য মন্ত্রণালয় ও সংস্থাকে একযোগে কাজ করার অনুরোধ করেন তিনি। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার। 

তিনি তার বক্তব্যে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সেবাগুলোকে অনলাইন ভিত্তিক করতে সবধরনের কারিগরি সেবা ও পরামর্শ দিয়ে এটুআইকে সহায়তা করার জন্য ধন্যবাদ জানান। একই সঙ্গে তিনি সেবাটি যেন খুব সহজে জনগণের কাছে পৌঁছানো যায় সেদিকে নজর দিতে সংশ্লিষ্টদের অনুরোধ করেন। 

সভায় ‘ডিজিটাল সার্ভিস ডিজাইন ও পরিকল্পনা ল্যাব’ হতে প্রাপ্ত সিস্টেমটি তথ্যপ্রযুক্তি ব্যবহার করে যাতে একটি এককেন্দ্রিক সমন্বিত ডিজিটাল সার্ভিস প্ল্যাটফর্ম ও মোবাইল অ্যাপের মাধ্যমে শুরু করা যায় তা নিয়েও আলোচনা হয়। 

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন, এটুআইয়ের চিফ স্ট্র্যাটেজিস্ট (ই-গভর্নেন্স) ফরহাদ জাহিদ শেখসহ অন্যান্যরা বক্তব্যে রাখেন।

এছাড়াও সভায় উপস্থিত ছিলেন তথ্যপ্রযুক্তি বিভাগ, মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, ইউএসএইড এবং ইউএনডিপির কর্মকর্তারা। 

ইএইচ/ফেব্রু৯/২০১৯/১৭০৪

*

*

আরও পড়ুন