![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : অ্যাপলের ভিডিও কলিং সেবার ফেইসটাইমের ত্রুটি ধরিয়ে দিয়ে পুরস্কার হিসেবে নিজের পড়ালেখার খরচ পেয়েছে এক কিশোর।
বৃহস্পতিবার আইওএসে ভিডিও কলিং সেবার আপডেট আনে অ্যাপল। আর সেটারই ত্রুটি ধরে বসে গ্র্যান্ট থম্পসন নামের ওই কিশোর। যুক্তরাষ্ট্রের অ্যারিজনা হাই স্কুলের শিক্ষার্থী থম্পসন। ত্রুটিটি সনাক্ত করার পর তার মা যোগাযোগ করেন অ্যাপলের সঙ্গে। অ্যাপলও এর তদন্ত শুরু করে।
অ্যাপল জানায়, ত্রুটি ধরার জন্য থম্পসনকে পুরস্কার দেওয়া হবে। ১৪ বছরের থম্পসনের শিক্ষার জন্য বাড়তি পুরস্কার দেবে বলে ঘোষণা দিয়েছে অ্যাপল।
এবারে সফটওয়্যার আপডেটে থম্পসন এবং অ্যারলিংটনের ড্যাভেন মরিসকে ক্রেডিটও দিয়েছে অ্যাপল।
এক বিবৃতি দিয়ে অ্যাপল জানায়, ত্রুটি সামনে আসায় আমদের দল আরও বিষয়ভাবে বিষয়টি নিয়ে গবেষণা করছে। ফলে খুব তাড়াতাড়ি ফেইসটাইম অ্যাপে ও সার্ভারে আপডেট আনবে।
মূলত ভিডিও কল করার সময় অন্য প্রান্ত থেকে কল রিসিভের আগেই অডিও শোনা যাচ্ছিল। যা থম্পসন ধরে ধরে ফেলে।
এর আগে এমন ত্রুটি নিয়ে অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুককে হাউস অফ রিপ্রেজেনটেটিভসের ডেমোক্রেট দলের দুইজন প্রতিনিধির কাছে জবাব দেবার দাবি করা হয়েছে।
এটি সমাধানে আশ্বাস দিয়ে যে সময় নিয়েছে অ্যাপল তাতে তারা ‘বিচলিত’ বলেও জানান।
এর আগের সপ্তাহেই অ্যাপলের পক্ষ থেকে বলা হয়, সফটওয়্যার বাগ কীভাবে আরও ভালোভাবে সমাধান করা যায় তা উন্নত করার পরিকল্পনা করা হচ্ছে।
ইএইচ/ফেব্রু৮/২০১৯/১৫৩৫
বাড়ি নং : ২২০, রোড নং : ২, বারিধারা ডিওএইচএস, ঢাকা-১২০৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি