![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : ব্রাজিলের ফুটবল খেলোয়াড় নেইমারের নামে গ্রাফিতি ধাঁচের হেডফোন আনতে যাচ্ছে অ্যাপল।
নিজেদের অফিশিয়াল ওয়েবসাইটে ‘বিটস স্টুডিও ৩’ ওয়্যারলেস হেডফোন সিরিজের নতুন সংস্করণ এনেছে তারা। নতুন হেডফোনটির নাম দেওয়া হয়েছে নেইমার জুনিয়ার কাস্টম এডিশন। এতে থাকা গ্রাফিতি ডিজাইনের অনুপ্রেরণা নেওয়া হয়েছে ব্রাজিলের সাও পাওলোর রাস্তার ধারে থাকা দেয়াল চিত্র ও নেইমারের হাতে থাকা ট্যাটু থেকে। হেডফোনটিতে আছে অ্যাপলের ডাবলু ১ ওয়্যারলেস চিপ। এতে ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে ২২ ঘণ্টা। এর সঙ্গে থাকবে নয়েজ ক্যানসেলেশন ফিচার।
প্রোডাক্ট পেইজে ডিভাইসটির বিবরণ দিলেও উন্মোচনের দিনক্ষণ জানায়নি অ্যাপল। হেডফোনটির দাম রাখা হয়েছে ২৮ হাজার ৯৬৭ টাকা। আগের স্টুডিও৩ হেডফোনটির চেয়ে এর দাম ৭০ ডলার (৫ হাজার ৮১০ টাকা) বেশি।
এর আগেও বিভিন্ন থিমের ওপর ভিত্তি করে হেডফোনের ডিজাইন করেছে অ্যাপল। এর আগে সোলো ৩ হেডফোনের নিউইয়ার সংস্করণ আনে টেক জায়ান্টটি। গত অক্টোবরে মিকি মাউজের ৯০ বছর পূর্তি উপলক্ষেও মিকি মাউজ থিমের হেডফোন আনে টেক জায়ান্টটি। একই মাসে তিনটি ভিন্ন রঙে স্টুডিও ৩ স্কাইলাইন ওয়্যারলেস হেডফোনও আনা হয়।
অ্যাপল ইনসাইডার অবলম্বনে এজেড/ফেব্রু ০৭/২০১৯/১৪৫৫
বাড়ি নং : ২২০, রোড নং : ২, বারিধারা ডিওএইচএস, ঢাকা-১২০৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি