![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে দুই দিনব্যাপী বসছে টেক কার্নিভাল। মঙ্গলবার শুরু হচ্ছে এই আয়োজন।
ডিআরএমসি এনা ইন্টারন্যাশনাল টেক কার্নিভাল-২০১৯ আয়োজনটি উদ্বোধন করবেন কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল আশফাক ইকবাল।
আয়োজনটি করছে ডিআরএমসি আইটি ক্লাব।
প্রথম দিনের আয়োজনে থাকছে লাইভ ওয়েবসাইট ক্রিয়েটিং, আইটি অলিম্পিয়াড, কুইজ প্রতিযোগিতা, মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন, আইডিয়া উপস্থাপন, পিসি গেইমিং।
দ্বিতীয় ও শেষ দিনে থাকছে রোরো রেস, ফান ফ্যাক্টরি/ভিআর গেইম, ওয়েব ডিজাইন, মোবাইল গেইমিং, প্রজেক্ট ডিসপ্লে, টেক এক্সটেমপোর স্পিচ, রোবো সকার, রোবো এক্সপো, টেক কসপ্লে, ক্যাপচার অ্যান্ড উইন আয়োজন। এছাড়াও থাকবে তথ্যপ্রযুক্তি খাত নিয়ে ক্যারিয়ার টক, প্যানেল ডিসকাশন, সেমিনার এবং ফটোগ্রাফি কর্মশালা।
এই আয়োজনের কিছু ইভেন্টে অংশ নিতে অনলাইন রেজিস্ট্রেশনের পাশাপাশি স্পট রেজিস্ট্রেশনের সুযোগও থাকছে। আয়োজন সবার জন্য উন্মুক্ত।
বুধবার বিকেলে কার্নিভালের সমাপণী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
ইএইচ/ফেব্রু৪/২০১৯/১৮৫০
বাড়ি নং : ২২০, রোড নং : ২, বারিধারা ডিওএইচএস, ঢাকা-১২০৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি