Techno Header Top and Before feature image

দেশের ৭৯% তরুণ সামাজিক মাধ্যমে

টেকশহর কনটেন্ট কাউন্সিলর : দেশে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারী অ্যাকাউন্টের সংখ্যা ২০১৮ সালের শেষে এসে দাঁড়িয়েছে তিন কোটি ৪০ লাখ। যার মধ্যে তরুণ ও পুরুষের আধিপত্যই বেশী।

দেশে ১৮ থেকে ৩৪ বছর বয়সের তরুণ নারী-পুরুষ মিলে ৭৯ শতাংশ সামাজিক যোগাযোগ মাধ্যম দখল করে রেখেছে।

অন্যদিকে তিন কোটি ৪০ লাখের মধ্যে তিন কোটি ২০ লাখ ব্যবহারকারীই আসছেন মোবাইল ফোনের মাধ্যমে।

চলতি সপ্তাহে এমন প্রতিবেদন প্রকাশ করেছে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং তথ্য প্রযুক্তির ব্যবহারে কাজ করা বৈশ্বিক সংগঠন হটসুইট।

তারা বলছে, দেশে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের মধ্যে উঠতি বয়সী পুরুষের অংশই ৩৩ শতাংশ যাদের বয়স ১৮ বছর থেকে ২৪ বছরের মধ্যে। ২৫ বছর থেকে ৩৪ বছর বয়সীদের অংশ আছে এখানে ২৫ শতাংশ।

আবার ১৮ বছর থেকে ২৪ বছরের মধ্যে থাকা মেয়েরাও এখন আর পিছিয়ে নেই। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের দিক থেকে তারা তৃতীয় স্থানে আছে ১৪ শতাংশের দখল নিয়ে।

প্রতিবেদন অনুসারে, বয়স ৪৪ বছর পেরুনো নারী-পুরুষ নির্বিশিষে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের প্রবণতা একেবারেই কম।

হটসুইট বলছে, দেশের মোট জনসংখ্যার ৪৯ দশমিক ৬০ শতাংশ নারী হলেও সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহারে তার চিত্র দেখা যায় না।

তাদের হিসাব অনুসারে, এখন দেশে অ্যাক্টিভ ইন্টারনেট সংযোগের সংখ্যা নয় কোটি ১৮ লাখ। মোবাইল ফোনে ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে গতি ৯ দশমিক ০৬ এমবিপিএস, যা আগের বছরে তুলনায় ৭৫ শতাংশ বেড়েছে। আর ফিক্সড সংযোগে এর গতি ১৮ দশমিক ৭০ এমবিপিএস। এক বছরে এটি বেড়েছে ১৫ শতাংশ।

জেএ/ইএইচ/ফেব্রু৪/২০১৯/১৫৫০

*

*

আরও পড়ুন