STE 2019 (summer) in news page

তৃতীয় বিজ্ঞান উৎসব করছে জেইউএসসি

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : তৃতীয় জাতীয় বিজ্ঞান উৎসবের আয়োজন করেছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি সায়েন্স ক্লাব (জেইউএসসি)।

দুই দিনব্যাপী উৎসবটি অনুষ্ঠিত হবে আগামী ৮ ও ৯ ফেব্রুয়ারি।  এবারের আয়োজনের পার্টনার থাকছে তথ্যপ্রযুক্তির সংবাদমাধ্যম টেকশহরডটকম

‘থিঙ্ক সায়েন্টিফিক্যালি, এক্সপোজ ইওর অ্যাবিলিটি’ স্লোগানে এবারের উৎসব অনুষ্ঠিত হবে। উৎসবে সাতটি ক্যাটাগরিতে প্রতিযোগিতা হবে। 

জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি সায়েন্স ক্লাবের সভাপতি খন্দকার ওয়ালীউল্লাহ টেকশহরডটকমকে বলেন, আগের দুইবারের ধারাবাহিকতায় এবারের আয়োজন হচ্ছে। এবারও যথষ্টে সাড়া পাবো বলে প্রত্যাশা আমাদের। 

তিনি জানান, এবারের আয়োজনে থাকছে প্রোজেক্ট শেোকেস, সায়েন্স কুইজ, আইডিয়া কনটেস্ট, রোবটিক্স ওয়ার্কশপ, সায়েন্টিফিক পোস্টার প্রেজেন্টেশন, রুবিক্স কিউব গেইমিং কনটেস্ট এবং রোড টু ইউনিভার্সিটি। 

এসব প্রতিযোগিতায় অংশ নিতে শিক্ষার্থীদের নিবন্ধন করতে হবে। নিবন্ধন করা যাবে সরাসরি জেইউএসসি’র বুথে, অনলাইনে এবং ফেইসবুকে। 

এছাড়াও আয়োজনের বিস্তারিত জানা যাবে টেকশহরডটকমে। 

ইএইচ/ফেব্রু২/২০১৯/১৯৪০

Laptop fair 2019 (in page)

*

*

আরও পড়ুন