![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : আগামী মার্চে দেশে আসছে মটোরলার নতুন ফোন।মার্চের প্রথম সপ্তাহ থেকে নতুন মডেলের ‘মটোরোলা ওয়ান পাওয়ার’ ফোনটি দেশের বাজারে পাওয়া যাবে।
মটোরোলার ন্যাশনাল ডিস্ট্রিবিউটর স্মার্ট টেকনোলজিসের পরিচালক সাকিব আরাফাত বলেন, মটোরোলা বাংলাদেশের ফেইসবুক পেইজে গ্রাহকরা ফোনটির ব্যাপারে প্রকাশ করায় ফোনটি দেশে আনার সিদ্ধান্ত নেয় স্মার্ট টেকনোলজিস।
মটোরোলা ১ পাওয়ারে আছে ৬ দশমিক ২ ইঞ্চি ডিসপ্লে, যার রেজুলশন ২২৪৬ x ১০৮০ ডিসপ্লে। প্রসেসর হিসেবে আছে স্ন্যাপড্রাগন ৬৩৬। ব্যাকআপের জন্য আছে ৫০০০ এমএএইচ ব্যাটারি। পেছনে আছে ১৬ ও ৫ মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা।সামনে আছে ১২ মেগাপিক্সেল ক্যামেরা। অপারেটিং সিস্টেমে অ্যান্ড্রয়েড ওরিও ব্যবহার করা হয়েছে ফোনটিতে।
এতে আরও আছে ৪ জিবি র্যাম ও ৬৪ জিবি স্টোরেজ। চাইলে মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ফোনটির ইন্টারনাল মেমোরি ২৫৬ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।
ফোনটির দাম হতে পারে ২৫ হাজার টাকা।
এজেড/জানু ৩১/২০১৯/১৭৪৫
বাড়ি নং : ২২০, রোড নং : ২, বারিধারা ডিওএইচএস, ঢাকা-১২০৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি