Techno Header Top and Before feature image

এলো ব্লুটুথ ৫.১ সংস্করণ

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : দুটি অডিও ডিভাইসের মধ্যে কনটেন্ট আদান-প্রদানে দ্রুতগতির ব্লুটুথ সেবার সর্বশেষ সংস্করণ ৫.০ এসেছিল ২০১৬ সালের জুনে।

তার আড়াই বছর পর ব্লুটুথের নতুন সংস্করণের ঘোষণা দিলো প্রতিষ্ঠানটি। ব্লুটুথ ৫.১ সংস্করণটি ইতোমধ্যে ডেভেলপারদের দেওয়া হয়েছে। এটি অল্প সময়ের মধ্যে সব ধরনের ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।

নতুন সংস্করণে নতুন কিছু ফিচার যুক্ত করা হয়েছে। যেখানে জিপিএসের মাধ্যমে অন্য ডিভাইসটির অবস্থান জানতে পারবে আরেকজন।

ব্লুটুথ এসআইজি বলেছে, ব্লুটুথ ৫.১ প্রযুক্তি একেবারে সঠিকভাবে এক থেকে ১০ মিটারের মধ্যে যেকোন ডিভাইসে সংযুক্ত হতে পারবে। এমনকি ইনডোরে এটি খুব ভালো কাজ করতে পারবে এবং ন্যাভিগেশন খুব শক্তিশালী হবে।

এছাড়াও এতে অপ্টিমাইজড জিএটিটি পেয়ারিং এবং যোগাোযাগের গতি আরও বাড়ানো হয়েছে বলে জানিয়েছে ব্লুটুথ।

ব্লুটুথ এসআইজি ডিরেক্টর মার্ক পাওয়েল বলেন, ব্লুটুথ প্রযুক্তির অন্যতম দ্রুত বর্ধনশীল বিষয় হলো এর লোকেশন সার্ভিস সল্যুশন। আশা করা যাচ্ছে নতুন প্রযুক্তিটি ২০২২ সাল নাগাদ ৪০ কোটি ডিভাইসে সক্রিয় থাকবে।

ইএইচ/জানু২৯/ ২০১৯/ ২১২০

আরো পড়ুন ঃ – ব্লুটুথ নিয়ে আসছে নতুন ক্রোমক্যাস্ট

শাওমি আনল ডেস্কটপ ব্লুটুথ স্পিকার

*

*

আরও পড়ুন