স্মার্টফোনকেই বানিয়ে ফেলুন স্ক্যানার

camscan_Tech Shohor

হাসান যোবায়ের, টেক শহর প্রতিবেদক : কাজের ক্ষেত্রে অনেক সময় ডকুমেন্ট স্ক্যান করার প্রয়োজন হয়। স্ক্যানার সব সময় থাকে না বলে কি স্ক্যান করা আটকে থাকবে? স্মার্টফোনের এ যুগে স্ক্যানারের বিকল্প হতে পারে আপনার অ্যান্ড্রয়েডচালিত মোবাইল ফোনটি!

ক্যামস্ক্যানার (CamScanner) নামের চমৎকার ফ্রি অ্যান্ড্রয়েড অ্যাপস দিয়ে স্ক্যান করার কাজটি করা যাবে অনায়াসেই। সহজেই বিশেষ এ সেবা পাওয়া যায় বলে ছয় কোটির বেশি ডাউনলোড হয়েছে এটি। টাইম ম্যাগাজিনের নির্বাচিত ৫০ সেরা অ্যাপসের একটি এটি। শুধু স্ক্যানই নয়, আরও অনেক ফিচার রয়েছে এ অ্যাপসে।

এক নজরে ক্যামস্ক্যানারের ফিচার :

Techshohor Youtube
  • মোবাইলের ক্যামেরা দিয়ে স্ক্যান করা যাবে অর্থাৎ মোবাইলের ক্যামেরা দিয়ে তোলা ছবি স্ক্যান কপিতে রূপান্তর হবে।
  • সকল ধরনের ডকুমেন্ট, রিসিপ্ট, নোট, ইনভয়েস, বিজনেস কার্ড, সার্টিফিকেট ইত্যাদি অনায়াসেই স্ক্যান করা যাবে।
  • Batch Scan Mode দিয়ে স্ক্যান করলে সময় বাঁচবে আরও বেশি। এই মুডে অটো এডজাস্ট হয়ে এবং অটো অরিয়েন্টশন ডিটেক্ট করে।
  • ক্যামস্ক্যানারের ওয়েব সাইট www.camscanner.net এ লগ ইন করে ফাইল নেম এডিট, এড ট্যাগ, এড নোট এবং ডকুমেন্টস ম্যানেজসহ ডকুমেন্টের লিঙ্ক সোস্যাল মিডিয়াতেও শেয়ার করা যাবে।
  • ছবি তোলার সাথে এ অ্যাপস ব্যবহারে তৈরি স্ক্যান ইমেজের মধ্যে প্রধান পার্থক্য হচ্ছে এটি স্মার্ট ক্রপিং এবং অটো ইমেজের কোয়ালিটি বৃদ্ধি করে। যা ক্যামস্ক্যানারের ইউনিক কোয়ালিটি। স্ক্যান করা ইমেজের টেক্সট এবং গ্রাফিক্স ক্লিয়ার এবং শার্প করে হাই রেজুলেশনের ডকুমেন্টে রুপান্তর করে।
  • মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে ফাইল খুঁজে বের করা যায়। হাজারো ডকুমেন্ট থেকে OCR অপশনের মাধ্যমে PDF ফাইল থেকে আপনার সার্চ করা কীওয়ার্ডের ফলাফল প্রদর্শন করবে এটি।
  • ক্যামস্ক্যানার দিয়ে ডকুমেন্ট নাম এডিট, ওয়াটার মার্ক যুক্ত করা এবং মোবাইল ফোন দিয়ে ডকুমেন্ট সম্পর্কে টীকা যুক্ত করা যাবে।
  • গোপনীয় ফাইল হয়ে থাকলে পাসওয়ার্ড দিয়ে লক করেও রাখা যাবে।
  • ক্যামস্ক্যানারের সাইটে লগ ইন করা থাকলে ফাইলগুলো ক্লাউডে ব্যাকআপ থাকবে এবং এ ফাইলগুলো স্মার্টফোন, ট্যাবলেট এবং কম্পিউটার থেকেও এক্সেস করা যাবে।
  • থার্ড পার্টি ক্লাউড সার্ভিস যেমন Box.com, Google Drive, Dropbox সাপোর্ট করে।
  • এ ছাড়া প্রিমিয়াম ভার্সনে রয়েছে আরও এক্সট্রা কিছু ফিচার।

স্ক্রিনশট থেকে দেখুন এটি কিভাবে কাজ করে : 

আরও বিস্তারিত জানার জন্য দেখতে পারেন নিচের ভিডিওটি

ডাউনলোড :

মাত্র ১২ মেগাবাইটের ফ্রি CamScanner -Phone PDF Creator অ্যান্ড্রয়েড অ্যাপসটি ডাউনলোড করা যাবে এখানে।

টেক শহর

*

*

আরও পড়ুন