![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : হুয়াওয়ে তাদের মেট ৯ ফোনে অ্যান্ড্রয়েড ৯ পাই স্ট্যাবল আপডেট দিতে শুরু করেছে।
এর আগে প্রতিষ্ঠানটি ফোনটিতে অ্যান্ড্রয়েড ৯ পাই এর বেটা সংস্করণ আপডেট দিয়েছিল। সংস্করণটির ইএমইউআই ৯.০.১.১৫০। তবে এই আপডেট সব সংস্করণের ফোনের জন্য আসছে না। আপডেটটি আসছে নতুন কিছু ফিচারও।
এর আগে ২০১৬ সালে হাই-এন্ড স্মার্টফোন হিসেবে মেট ৯ উন্মোচন করে হুয়াওয়ে। সেই সময়ে চীনের এই মোবাইল কোম্পানি ৪ গিগাবাইট র্যাম ও ৬৪ গিগাবাইট মেমরি সংস্করণের ফোন বাজারে আনে। পরে আবার সেটি ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ সংস্করণে বিক্রি শুরু করে।
৫ দশমিক ৯ ইঞ্চির ডিসপ্লে নিয়ে ফোনটিত রয়েছে হাইসিলিকন কিরিন ৯৬০ অক্টা-কোর এসওসি। চারটি ২.৪ গিগাহার্টজের করটেক্স এ৭৩ ও ১.৮ গিগাহার্টজের চারটি করটেক্স এ৫৩ কোর রয়েছে।
ফোনটির পিছনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। ব্যবহার করা হয়েছে দ্বিতীয় প্রজন্মের লেইকা ডুয়াল-লেন্স ক্যামেরা। পিছনে ২০ মেগাপিক্সেল ও ১২ মেগাপিক্সেলের সেন্সর ও সামনে ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে ফোনটিতে। এছাড়া রয়েছে ৪০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি।
গিজমো চায়না অবলম্বনে ইএইচ/ জানু ২৮/ ২০১৯/ ২১৪৫
আরো পড়ুন ঃ-
বাড়ি নং : ৪৮২, রোড নং : ৬, এভিনিউ : ৬, মিরপুর ডিওএইচএস, ঢাকা-১২১৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি