![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : গ্লোবাল ব্র্যান্ড বাজারে এনেছে নতুন পাওয়ার ব্যাংক। এর মডেল হলো এডাটা পি১০০৫০সি।
পাওয়ার ব্যাংকটিতে রয়েছে ইউএসবি টাইপ-সি ব্যবহারের ব্যবস্থা। এতে আরও রয়েছে ১০ হাজার এমএএইচ পর্যন্ত শক্তি ধারণ ক্ষমতা।
পাওয়ার ব্যাংকটির মাধ্যমে যেকোনো ট্যাবলেট পুরোপুরি ১ বার ও যেকোনো স্মার্টফোন ৪ বার পর্যন্ত চার্জ দেয়া যাবে। এর ওজন ২৩০গ্রাম।
এতে রয়েছে ১০৬*৬৮*২৭ এমএম ডাইমেনশন, ডিসি ৫ভি/২.০এ ইনপুট ও ডিসি ৫ভি/২.৪এ আউটপুট। পাওয়ার ব্যাংকটির মূল্য ১ হাজার ৭০০ টাকা। এতে পাওয়া যাবে এক বছরের ওয়ারেন্টি।
এজেড/জানু ২৭/২০১৯/১৬৪০
বাড়ি নং : ৪৮২, রোড নং : ৬, এভিনিউ : ৬, মিরপুর ডিওএইচএস, ঢাকা-১২১৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি