বাজারে এডাটার নতুন পাওয়ার ব্যাংক

Adata-Power-Bank-techshohor

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : গ্লোবাল ব্র্যান্ড বাজারে এনেছে নতুন পাওয়ার ব্যাংক। এর মডেল হলো এডাটা পি১০০৫০সি।

পাওয়ার ব্যাংকটিতে রয়েছে ইউএসবি টাইপ-সি ব্যবহারের ব্যবস্থা। এতে আরও রয়েছে ১০ হাজার এমএএইচ পর্যন্ত শক্তি ধারণ ক্ষমতা।

পাওয়ার ব্যাংকটির মাধ্যমে যেকোনো ট্যাবলেট পুরোপুরি ১ বার ও যেকোনো স্মার্টফোন ৪ বার পর্যন্ত চার্জ দেয়া যাবে। এর ওজন ২৩০গ্রাম।

Techshohor Youtube

এতে রয়েছে ১০৬*৬৮*২৭ এমএম ডাইমেনশন, ডিসি ৫ভি/২.০এ ইনপুট ও ডিসি ৫ভি/২.৪এ আউটপুট। পাওয়ার ব্যাংকটির মূল্য ১ হাজার ৭০০ টাকা। এতে পাওয়া যাবে এক বছরের ওয়ারেন্টি।

এজেড/জানু ২৭/২০১৯/১৬৪০

*

*

আরও পড়ুন