![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডিজাইন, ফটোগ্রাফি, ভিডিও এডিটিং, অ্যানিমেশন, ভিজুয়্যাল ইফেক্টসসহ অনেক কাজের প্রয়োজনীয় সফটওয়্যার এডোবি ফটোশপ। ব্যবহারকারীদের বিশেষ করে গ্রাফিক্স ডিজাইনারের সহায়তার জন্য প্রযুক্তি টিম ফটোশপ সফটওয়্যার নিয়ে নতুন অ্যাডভান্স টিউটোরিয়াল তৈরি করেছে।
এই টিউটোরিয়াল সিরিজে ধারাবাহিক ১১০টি এইচডি ভিডিও টিউটোরিয়াল। এডোবি ফটোশপ সিসি ২০১৯ সফটওয়্যার এবং ইন্সটল করার গাইডলাইন। টিউটোরিয়ালে দেখানো অনুশীলন ফাইল।
ফটো রিটাচ, ব্যাকগ্রাউন্ড রিমুভ, ম্যানুপুলেশন ,কভার ডিজাইন , কমপ্লেক্স মাস্কিং, প্রডাক্ট ডিজাইন, আইকন ডিজাইন, ইন্ড্রাস্ট্রিয়াল ডিজাইন, মাল্টিমিডিয়া অ্যানিমেশন, ফ্ল্যাশ প্রেজেন্টেশনসহ অনেকগুলো বিষয় বিস্তারিত তুলে ধরা হয়েছে এতে।
প্রযুক্তি টিমের প্রতিষ্ঠাতা হাসান যোবায়ের টেকশহরডটকমকে জানান, আমরা এই টিউটোরিয়াল প্যাকেজে বিশেষভাবে নতুনদের জন্য শূন্য থেকে অ্যাডভান্স সকল টিপস এবং ট্রিকস আলোচনা করেছি। টিউটোরিয়াল অনুসরণ করে শত শত ফ্রিল্যান্সার তৈরি হয়েছে। আমরা নিশ্চিত হয়েই বলতে পারি বাংলায় ফটোশপ নিয়ে আমরাই সবচেয়ে সফল টিউটোরিয়াল তৈরি করেছি। রকমারিতে গত ৭ বছর ধরে আমাদের টিউটোরিয়াল ডিভিডিগুলো রয়েছে বেস্ট সেলার তালিকার শীর্ষে।
রকমারি ডটকম থেকে কেনা যাবে কোর্সের ডিভিডিটি। এছাড়া বিস্তারিত জানা যাবে এই ঠিকানায়।
টিএ/ জানু ২৫/২০১৯/২০৩৫
বাড়ি নং : ৪৮২, রোড নং : ৬, এভিনিউ : ৬, মিরপুর ডিওএইচএস, ঢাকা-১২১৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি