vivo Y16 Project

পিসির জন্য এলো পাবজি লাইট

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : কম্পিউটারের কনফিগারেশন দুর্বল হওয়ার কারণে অনেকেই জনপ্রিয় শুটিং গেইম পাবজি খেলতে পারেন না।

কেননা গেইমটি পিসি সংস্করণে খেলতে শক্তিশালী কনফিগারেশন সমৃদ্ধ কম্পিউটারের প্রয়োজন হয়। তবে দুর্বল কনফিগারেশনের পিসির জন্য আনা হয়েছে গেইমটির বিশেষ সংস্করণ।

সম্প্রতি ‘পাবজি লাইট’ নামে কম্পিউটারের জন্য গেইমটির সংস্করণ উন্মোচন করেছে। তবে আপাতত এটি খেলা যাবে শুধু থাইল্যান্ডে।

Techshohor Youtube

সংস্করণটি সাইজ হবে মাত্র ৬১ দশমিক ৩ মেগাবাইট। কম্পিউটারে মিনিমাম ইন্টেল কোর আই থ্রি প্রসেসর ও ইন্টেল এইচডি গ্রাফিক্স থাকতে হবে। এছাড়া, ৪ গিগাবাইট র‍্যাম ও ৪ গিগাবাইট ইন্টারনাল স্টোরেজ থাকবে হবে।

সার্ভাইভাল ঘরানার গেইমটিতে গেইমারকে সম্পূর্ণ খালি হাতে অন্যান্য গেইমারদের সঙ্গে একটি এলাকায় ছেড়ে দেওয়া হয়। এরপর এলাকায় থাকা অস্ত্র ও অন্যান্য জিনিসপত্র কাজে লাগিয়ে সবার মধ্যে টিকে থাকার মাধ্যমেই একেকটি ম্যাচ এগিয়ে চলে। শেষ পর্যন্ত জীবিত থাকা একজনই সেই ম্যাচের বিজয়ী হয়।

গ‍্যাজেট নাও অবলম্বনে টিএ/ইএইচ/ জানু ২৫/২০১৯/২১০০

আরো পড়ুন ঃ-

আবার নতুন ম‍্যাপ আসছে পাবজিতে

বছর মাতানো সাত গেইম

*

*

আরও পড়ুন

vivo Y16 Project