খুলনায় গিগাবাইটের ডিলার সম্মেলন অনুষ্ঠিত

Gigabyte Dealer meet_Khulna-TechShohor

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : সম্প্রতি স্মার্ট টেকনোলজিসের উদ্যোগে খুলনার একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে গিগাবাইট খুলনা ডিলার সম্মেলন। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গিগাবাইটের দক্ষিন এশিয়া বিষয়ক ব্যবস্থাপক এলান সু।

অনুষ্ঠানে খুলনা অঞ্চলের কম্পিউটার ব্যবসায়ীদের সঙ্গে গিগাবাইটের হালনাগাদ পণ্যসমূহের বিষয়ে মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।

Gigabyte Dealer meet_Khulna-TechShohor

Techshohor Youtube

সম্মেলনে আরও উপস্থিত ছিলেন গিগাবাইট বাংলাদেশের ব্যবস্থাপক খাজা মো: আনাস খান এবং স্মার্ট টেকনোলজিসের খুলনা শাখা ব্যবস্থাপক সরদার মুরাদ হোসেন।

– সংবাদ বিজ্ঞপ্তি অবলম্বনে তুহিন মাহমুদ

*

*

আরও পড়ুন