![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : এবার রাস্তায় চলাচলের সময় নিজের গতি দেখতে পাবেন গুগল ম্যাপের ব্যবহারকারীরা।
অ্যাপটিতে নতুন একটি ফিচার যোগ হচ্ছে যাতে দেখা যাবে, রাস্তায় চলাচলে গাড়ির গতি।
মূলত আড়ের ম্যাপেই আপডেট আনার পর তারই এক কোণায় ওই রাস্তার গতি সীমা দেখানো হবে। অ্যাপলের আইওএস এবং অ্যান্ড্রয়েড উভয় অপারেটিং সিস্টেমেই আনা হচ্ছে ফিচারটি।
রাস্তার গতি সীমা দেখানোর পাশাপাশি গ্রাহক যাতে ম্যাপে গতি মাপার ক্যামেরা চিহ্নিত করতে পারেন সেজন্য আইকনও দেখানো হবে এতে।
এমন কী চলার সময় গ্রাহক যদি গতিসীমায় পৌঁছে যায় তখন তাকে ভয়েসের মাধ্যমে জানিয়ে দেয়া হবে।
এটি দেখেই যারা ভাববেন যে এখনি ফিচারটি পেয়ে গেছেন তবে তা ভুল হবে। কারন, এখনো এটি সব দেশের ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করছে না গুগল। ফিচারটি প্রথমে পাচ্ছে ডেনমার্ক, যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের ব্যবহারকারীরা। তবে পাশাপাশি গতির ক্যামেরা আইকন উন্মুক্ত পাচ্ছেন অস্ট্রেলিয়া, ব্রাজিল, কানাডা, ভারত, ইন্দোনেশিয়া, মেক্সিকো, রাশিয়া, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীরা।
যদিও ফিচারটি ২০১৬ সালেই পরীক্ষা চালিয়েছিল গুগল। তবে এটি শুধু পরীক্ষা করা হয়েছিল স্যান ফ্রান্সিসকো এবং ব্রাজিলের রিও ডি জেনেরিওতে।
ইতোমধ্যে অবশ্য ফিচারটি অ্যাপলের কার প্লেতেও যুক্ত করা হয়েছে।
দ্য ভার্জ অবলম্বনে ইএইচ/ জানু২০ /২০১৯ /২০১৫
বাড়ি নং : ৪৮২, রোড নং : ৬, এভিনিউ : ৬, মিরপুর ডিওএইচএস, ঢাকা-১২১৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি