ওয়ালটনের প্রিমো ইএফ : কম দামে স্বল্প ফিচারের চলনসই স্মার্টফোন

Walton Primo EF-tech

শাহরিয়ার হৃদয়, টেক শহর কনটেন্ট কাউন্সিলর : ওয়ালটনের প্রিমো সিরিজের বেসিক রেঞ্জের ফোনগুলোর একটি প্রিমো ইএফ। এটি কিছুদিন আগে বাজারে এসেছে। কম দাম এর প্রধান আকর্ষণ, পাশাপাশি অ্যান্ড্রয়েডের প্রয়োজনীয় সব ফিচার রয়েছে এতে।

ডিজাইন
ওয়ালটনের প্রিমো সিরিজের অন্যান্য ফোনের মতো প্লাস্টিকে তৈরি ফোনটি। দেখতে ও ধরতে সাধারণ। এর ওজন ১৪৪ গ্রাম। ওজনের তুলনায় মাত্র পুরুত্ব বেশ কম, মাত্র ৯.৬ মিলিমিটার।

Walton Primo EF-tech

Techshohor Youtube

ডিসপ্লে
৪৮০*৮৫৪ পিক্সেল রেজুল্যুশনের ডিসপ্লের আাকার ৪.৫ ইঞ্চি। ২১৮ পিপিআইয়ে সবকিছুই মোটামুটি স্বচ্ছ দেখাবে। তবে যারা আরও হাই রেজুল্যুশনের ফোন ব্যবহার করেছেন আগে, তারা হতাশ হবেন।

কানেক্টিভিটি
ব্লুটুথ ৪.০ এবং ওয়াই-ফাইয়ের পাশাপাশি ডুয়েল সিম, জিপিএস, মাইক্রো ইউএসবি ২.০ ও এফএম রেডিও রয়েছে ফোনটিতে। সেন্সরের মধ্যে আছে থ্রিডি অ্যাক্সেলেরোমিটার ও প্রক্সিমিটি।

ক্যামেরা
এর পেছনে এলইডি ফ্ল্যাশের পাশে রয়েছে ৫ মেগাপিক্সেলের ক্যামেরা ও সামনে রয়েছে ভিজিএ ক্যামেরা।  মূল ক্যামেরার ছবির মান সাধারণ ইউজারদের জন্য চলনসই। ৭২০ পিক্সেলে এইচডি ভিডিও রেকর্ডিং করা যাবে ক্যামেরাটি দিয়ে।

কনফিগারেশন
এর অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড জেলিবিন। প্রসেসরে ১.৩ গিগাহার্জের ডুয়েল কোর ও চিপসেট হিসেবে মিডিয়াটেক ব্যবহার করা হয়েছে।

থাকছে ৫১২ মেগাবাইট র‍্যাম। ইন্টারনাল মেমোরি ৫১২ মেগাবাইট হলেও মেমোরি কার্ড দিয়ে তা ৩২ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।

পারফরম্যান্স
ফোনটি একটু নিচু রেঞ্জের, কিন্তু বেসিক ইউজারদের জন্য চলনসই। মাল্টিটাস্কিং এ কিছুটা সমস্যা হতে পারে র‍্যাম কম হওয়াতে।

শক্তিশালী সব গেম খেলতে সমস্যা হলেও ছোট-খাট গেম সহজেই খেলা যাবে। এছাড়া বিল্ট-ইন মেমরি কম হওয়াটা মাল্টিমিডিয়া উপভোগকারীদের জন্য বড় দুর্বলতা হতে পারে।

ব্যাটারি
১৭৫০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি রয়েছে প্রিমো ইএফ-এ।

দেশের বাজারে এর দাম ৬ হাজার ৫৯০ টাকা।

এক নজরে ভালো
– কম দামে বেসিক ফোন হিসেবে ভালো

এক নজরে খারাপ
– র‍্যাম কম, ইন্টারনাল মেমরি কম
– দুর্বল ডিসপ্লে

*

*

আরও পড়ুন