উন্নত সেবা প্রদানে একজোট এলজি ও গ্লোবাল ব্র্যান্ড

LG-Sales-and-Service-techshohor

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : এলজি মনিটরে দ্রুত বিক্রয়োত্তর সেবা প্রদানে চুক্তি করেছে এলজি ও  গ্লোবাল ব্র্যান্ড। বুধবার গ্লোবাল ব্র্যান্ডর প্রধান কার্যালয়ে এ চুক্তি হয়।

এলজি ইলেকট্রনিক্সের পক্ষে ছিলেন এলজির কাস্টমার সার্ভিস প্রধান রোনাল্ড লিম, লিগ্যাল জেনারেল কাউন্সেল জেসলিন, প্রোকিউরমেন্ট ম্যানেজার জিয়াম ফানকাই, এলজি বাংলাদেশের সার্ভিস প্রধান মনোয়ার হোসেন।

অন্যদিকে গ্লোবাল ব্র্যান্ডের পক্ষে ছিলেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আনোয়ার, চ্যানেল জেনারেল ম্যানেজার সমীর কুমার দাশ, সার্ভিস হেড আখতারুন নবী শাহীনসহ আরও অনেকে।

Techshohor Youtube

এজেড/জানু ১৭/২০১৯/১৭৫০

*

*

আরও পড়ুন