![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : ইন্টারনেট সংযোগের প্রবৃদ্ধিতে এই প্রথমবারের মতো হোঁচট খেয়েছে তথ্যপ্রযুক্তি খাত।
পুরো বছরের ইন্টারনেট সংযোগ বৃদ্ধির হারের পরিসংখ্যানের বিচারে এমনটি আর কখনই ঘটেনি। বিশেষ করে নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি এ সংক্রান্ত পরিসংখ্যান প্রকাশের পর থেকে প্রতি বছর ইন্টারনেট সংযোগের প্রবৃদ্ধির হার আগের বছরের চেয়ে বেশি ছিল। অথচ ২০১৮ সালে এ ক্ষেত্রে ছন্দপতন হয়েছে।
এ দিকে গত বছর কার্যকর ইন্টারনেট সংযোগ বৃদ্ধির হার ততোটা চমকপ্রদ না হলেও ডেটার ব্যবহার আগের যে কোনো সময়ের তুলনায় বেড়েছে। এ ক্ষেত্রে ফেব্রুয়ারি মাসে ফোরজি চালু হওয়া বড় ভূমিকা রেখেছে বলে বলা হচ্ছে।
সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, ২০১৭ সালে যত সংখ্যক ইন্টারনেট সংযোগ বাড়ে, গত বছরে এর চেয়ে কম নতুন গ্রাহক ইন্টারনেটে যুক্ত হয়েছেন।
২০১৮ সালে নতুন ইন্টারনেট সংযোগ বেড়েছে এক কোটি আট লাখ। এতে বছর শেষে দেশে কার্যকর মোট সংযোগের সংখ্যা দাঁড়িয়েছে নয় কোটি ১৩ লাখ ৪৮ হাজার।২০১৭ সালে মোট এক কোটি ৩৯ লাখ নতুন সংযোগ ইন্টারনেট খাতে যুক্ত হয়।
বছরজুড়ে গ্রাহক বৃদ্ধির সংখ্যা আগের বছরের চেয়ে যেমন কমেছে, তেমনি গত বছরের শেষ দিকে প্রথমবারের মতো টানা দুই মাসে ইন্টারনেট সংযোগ কমার পরিসংখ্যান মিলেছে।
অক্টোবরের শেষে যখন মোট কার্যকর ইন্টারনেট সংযোগ দাঁড়িয়েছিল নয় কোটি ২৪ লাখ সেটি নভেম্বরের শেষে নেমে আসে নয় কোটি ১৮ লাখে। ডিসেম্বরে তা আরও সাড়ে চার লাখ কমে যায়।
এ দু’মাসের সংযোগ কমার ধাক্কাই লেগেছে বছরজুড়ের পরিসংখ্যানে।
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করা শুরুর পর থেকে এমন তথ্য কখনো আসেনি। সেদিক দিয়ে এটি তথ্য প্রযুক্তি খাতের জন্যে একটি বড় ধাক্কা বলে মনে করছেন কেউ কেউ।
সংযোগ যেটুকু কমেছে, সেটির পুরোটাই মোবাইল ইন্টারনেট খাতের। অথচ গত বছর দেশে মোবাইলে চতুর্থ প্রজন্মের (ফোরজি) সেবা দেওয়া শুরু হয়।
সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, অক্টোবরের শেষে যেখানে মোবাইলে ইন্টারনেট সংযোগ আট কোটি ৬৬ লাখ ৫২ হাজার ছিল, ডিসেম্বরের শেষে তা নেমে গেছে আট কোটি ৫৫ লাখে।
সংশ্লিষ্টদের মতে, গত দুই মাসে জাতীয় নির্বাচনকে সামনে রেখে মানুষ অনেক কম ইন্টারনেট ব্যবহার করেছেন।
তা ছাড়া কিছু সাইট বন্ধ করে দেওয়াসহ নজরদারি বৃদ্ধির কারণে ইন্টারনেটের ব্যবহার কম হয়। গ্রাহক কমে যাওয়ার ক্ষেত্রে একটিই বড় কারণ বলে মনে করছেন অনেকে।
সর্বশেষ মাসে মোবাইল ইন্টারনেট সংযোগ কমলেও সামান্য হলেও বেড়েছে ব্রডব্যান্ড সংযোগ। ডিসেম্বর শেষে দেশে ব্র্যডব্যান্ড সংযোগ দাঁড়ায় ৫৭ লাখ ৩৫ হাজার। ওয়াইম্যাক্স আগের মতোই কয়েক মাস ধরে ৬১ হাজারের আশেপাশে ঘুরপাক খাচ্ছে।
এসজেড/আরআর/জানু. ১৬/২০১৮/২.১২
আরো পড়ুন ঃ-
সারাদেশে ইন্টারনেট মিলবে এক দামে
দেশে ইন্টারনেট ব্যবহারে পিছিয়ে নারীরা