স্মার্টফোন মেলায় প্রিয়শপের অফার

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : বিভিন্ন ধরনের মোবাইল গ্যাজেট ও অ্যাক্সেসরিজ নিয়ে প্রথমবারের মতো স্মার্টফোন ও ট্যাব মেলায় অংশ নিয়েছে ই-কমার্স প্রতিষ্ঠান প্রিয়শপ ডটকম।

প্রতিষ্ঠানটি মেলায় মোবাইল অ্যাক্সেসরিজের মধ্যে হেডফোন, সেলফি স্টিক, ব্রুটুথ স্পিকারসহ আরও অন্যান্য অ্যাক্সেসরিজ।

রাজধানীর আগারগাঁওয়ের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) তিন দিনব্যাপী মেলার শেষ দিন আজ।

Techshohor Youtube

শেষ দিনেও প্রতিষ্ঠানটি তাদের পণ্যে ছাড় দিচ্ছে। এই ছাড় বিভিন্ন সময় বিভিন্ন রকম হচ্ছে। কখনো কখনো প্রতিষ্ঠানটি তাদের পণ্যে ৮৩ শতাংশ পর্যন্তও ছাড় দিচ্ছে।

প্রিয়শপের মার্কেটিং অ্যান্ড ব্র্যান্ড ম্যানেজার শামসুল আরেফীন জানান, এবারের মেলায় আন্তর্জাতিক সব ব্র্যান্ডের হেডফোন, মোবাইলের স্মার্ট গ্যাজেটস পাওয়া যাচ্ছে। প্রথম দিন থেকেই গ্রাহকের সাড়া পেয়েছি আমরা।

মেলায় হুয়াওয়ে, স্যামসাং, টেকনো, ভিভো, উই, গোল্ডেনফিল্ড, মটোরোলা, নকিয়া, আইফোন, ইউসিসি, আইটেল, ইনফিনিক্স, ইউমিডিজি, ডিটেল, এডিএ, ম্যাক্সিমাস ও ই-কমার্স প্রতিষ্ঠান প্রিয়শপ ডটকমসহ বিভিন্ন ব্র্যান্ড ও প্রতিষ্ঠানের স্টল রয়েছে।

মেলায় বেশ কিছু নতুন মডেলের স্মার্টফোন উন্মোচন করা হয়েছে। পাওয়া যাচ্ছে মোবাইল অ্যাক্সেসরিজও।

মেলার সব আপডেট ও খবর পাওয়া যাবে দেশের আইসিটি ও টেলিকম বিষয়ক শীর্ষস্থানীয় নিউজ পোর্টাল টেকশহর ডটকমে

এ ছাড়া প্রতিদিনের আপডেট পাওয়া যাবে মেলার ইভেন্ট পেইজে। ইতোমধ্যে পেইজটিতে কুইজ প্রতিযোগিতা শুরু হয়েছে। এতে বিজয়ীরা পাবেন আকর্ষণীয় পুরস্কার।

মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উম্মুক্ত থাকবে। মেলায় প্রবেশ ফি ২০ টাকা। শিক্ষার্থীরা আইডি কার্ড দেখিয়ে বিনামূল্যে প্রবেশ করতে পারবেন।

ইএইচ/জানু ১২/২০১৯/১৩০০

*

*

আরও পড়ুন