![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : স্মার্টফোন ও ট্যাব এক্সপোতে মটোরোলার ফোন কিনে পাওয়া যাচ্ছে ফ্রি স্পিকার।
মেলায় প্রতিষ্ঠানটির নতুন ফোন মটোরোলা ওয়ান বিক্রি করা হচ্ছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, মেলায় মটোরোলার ফোন কিনলে মাইক্রোল্যাব এম১০৬বিটি মডেলের স্পিকারটি ফ্রি দেয়া হচ্ছে।
মেলায় প্রতিষ্ঠাটির মটো ই৫ প্লাস বিক্রি হচ্ছে ১৭ হাজার ৯৯০ টাকায়। ডিভাইসটিতে রয়েছে ৬ ইঞ্চি ডিসপ্লে। ১২ মেগাপিক্সেলের রিয়েল ও ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। ৩ গিগাবাইট র্যামের পাশাপাশি থাকবে ৩২ গিগাবাইট ইন্টারনাল মেমোরি। ব্যাকআপ সুবিধা দিতে মিলবে ৫ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি।
এছাড়া, ১৪ হাজার ৯৯০ টাকায় মটো ই৫ ও ১১ হাজার ৯৯০ টাকায় মটো ই৪ প্লাস বিক্রি করছে মটোরোলা।
এবারের মেলাতে নামীদামী সব দেশি-বিদেশি স্মার্টফোন ব্র্যান্ড অংশ নিচ্ছে। সঙ্গে থাকছে ব্র্যান্ডগুলোর নানান ধরনের অফার। মূল্যছাড়ের পাশাপাশি গিফট বক্স, র্যাফেল ড্র ও প্রতিযোগিতার ব্যবস্থা রাখছে ব্র্যান্ডগুলো।
মেলায় বেশ কিছু নতুন মডেলের স্মার্টফোন উন্মোচন করা হবে। পাওয়া যাবে মোবাইল অ্যাক্সেসরিজও।
মেলার সব আপডেট ও খবর পাওয়া যাবে দেশের আইসিটি ও টেলিকম বিষয়ক শীর্ষস্থানীয় নিউজ পোর্টাল টেকশহর ডটকমে।
এছাড়া, প্রতিদিনের আপডেট পাওয়া যাবে মেলার ইভেন্ট পেইজে। ইতোমধ্যে পেইজটিতে কুইজ প্রতিযোগিতা শুরু হয়েছে। এতে বিজয়ীরা পাবেন আকর্ষণীয় পুরস্কার।
টিএ/এজেড/জানু ১০/ ২০১৯/১৪৪৪
বাড়ি নং : ৪৮২, রোড নং : ৬, এভিনিউ : ৬, মিরপুর ডিওএইচএস, ঢাকা-১২১৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি