Techno Header Top and Before feature image

৩০টি ফাইভজি ডিভাইস আনছে কোয়ালকম!

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : বছরের শুরুতেই বসেছে প্রযুক্তিপণ্যের উন্মোচনের অন্যতম আয়োজন কনজুমার ইলেক্ট্রনিক শো বা সিইএস। সেখানে প্রসেসর নির্মাতা প্রতিষ্ঠান কোয়ালকম বলেছে, চলতি বছর তাদের জন্য বছরটি হবে ফাইভজির।

প্রতিষ্ঠানটি চলতি বছরে অন্তত ৩০টি ফাইভজি ডিভাইস বাজারে আনতে পারবে বলে জানিয়েছে। এর মধ্যে বেশিরভাগই হবে স্মার্টফোন।

কোয়ালকম জানায়, তারা চলতি বছরে অনেক প্রতিষ্ঠানের কাছ থেকে ফাইভজি ডিভাইসে চিপ সরবরাহে চুক্তি করেছে।

গত ডিসেম্বরে কোয়ালকম ও এটিঅ্যান্ডটি স্যামসাংয়ের সঙ্গে চুক্তি করেছে ২০১৯ সালের শুরুর দিকে ফাইভজি স্মার্টফোন আনার। এর পাশাপাশি স্যামসাংয়েরও নিজস্ব ফাইভজি মডেম রয়েছে।

কোয়ালকমের অ্যান্টেনা এবং চিপ হার্ডওয়্যার মিলিমিটার ওয়েভে সবচেয়ে উপযোগী ফাইভজি মডেম। ফলে স্যামসাং তাদের সঙ্গে চুক্তি করেছে এ কারণে যে, তারা যুক্তরাষ্ট্রে তাদের যে ডিভাইস সরবরাহ করে সেগুলোতে কোয়ালকমের মডেম ব্যবহার করতে পারবে।

কোয়ালকমের প্রধান নির্বাহী ক্রিস্টিয়ানো অ্যামন গত বছরে কোয়ালকমের প্রসেসর দিয়ে স্মার্টফোনের প্রোটোটাইপ দেখিয়েছেন। এমনকি সেসময় মটোরোলার মটো জেড৩ ফোনে স্ন্যাপড্রাগন এক্স৫০ মডেম দিয়ে পরীক্ষাও চালিয়েছে। ওই হ্যান্ডসেটে মডেমটি দেবে বলেও তখন ঘোষণা দিয়েছে কোয়ালকম।

এছাড়াও গাড়িতে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার করা নিয়ে পরবর্তী প্রজন্মের জন্য আধুনিক গাড়ির কথাও জানিয়েছে কোয়ালকম।

কিন্তু ঠিক কোন সময় থেকে এটি ব্যবসায়িকভাবে বাজারে আসবে সে সম্পর্কে কিছু বলেনি কোয়ালকম।

গিজচায়না অবলম্বনে ইএইচ/জানু০৮/২০১৯/২০১৯

আরো পড়ুন ঃ-

ইন্টেল দেখালো ফাইভজি চিপ

এলো মিডিয়াটেকের ফাইভজি চিপ

*

*

আরও পড়ুন