Techno Header Top and Before feature image

ইন্টেল দেখালো ফাইভজি চিপ

ছবি : ইন্টারনেট

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : প্রযুক্তি জায়ান্ট ইন্টেল ১০ ন্যানোমিটারের ফাইভজি চিপ দেখিয়েছে।

কনজুমার ইলেক্ট্রনিক শোতে নতুন এই চিপসেট দেখিয়েছে প্রতিষ্ঠানটি। চিপটির কোড নাম দেয়া হয়েছে ‘স্নো রিজ’।

সোমবার সিইএসে দেখানো সেই চিপসেটটি ওয়্যারলেস অ্যাক্সেস বেজ স্টেশন এবং আরও বেশি করে কম্পিউটিং করার ক্ষমতা সম্পন্ন নেটওয়ার্ক হবে।

ইন্টেল বলছে, স্নো রিজ চলতি বছরের মাঝামাঝিতে বাজারে খুবই সহজলভ্য হবে।

চলতি সিইএসে ইন্টেল এর পাশপাশি ভবিষ্যতের জেনন স্কেলেবল ১০ ন্যানোমিটার প্রসেসর নিয়ে আসবে। সেটির কোড নাম হবে আইস লেক।

ইন্টেল বলছে, আইস লেক চিপসেটটি আরও উন্নত হবে এবং এর নিরাপত্তা আরও জোরদার করা হবে। নতুন হার্ডওয়্যারের নিরাপত্তাও দেবে এটি। আর এর সরবরাহ শুরু হবে ২০২০ সালে।

ইন্টেলের ডেটা সেন্টার গ্রুপের ভাইস প্রেসিডেন্ট নাভিন শিনয় বলেন, আমরা এই বাজারে আরও উন্নতি করতে চাই। সেই সুযোগ আমাদের আছে। আমরা তাই এআই, ফাইভজি এবং স্বয়ংক্রিয় ড্রাইভিংয়ে নজর দিচ্ছি।

ইকোনোমিক টাইমস অবলম্বনে ইএইচ/জানু০৮/২০১৯/১৮৪৫

আরো পড়ুন ঃ-

৫জি নেটওয়ার্ক পরীক্ষা করছে কোয়ালকম

১১ শহরে চালু হচ্ছে ৫জি

*

*

আরও পড়ুন