![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : নতুন ক্রোমবুক এনেছে প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান এসার। লাস ভেগাসে শুরু হওয়া কনজুমার ইলেক্ট্রনিক শো ২০১৯ (সিইএস) আয়োজনে ক্রোমবুক ৩১৫ নামের ডিভাইসটি উন্মোচন করেছে প্রতিষ্ঠানটি।
ডিভাইসটিতে রয়েছে এএমডি এ৬ ৯২২০সি প্রসেসর। ক্রোম ওএস চালিত এএমডি প্রসেসরের প্রথম কোনো ল্যাপটপ এটি। ১৫ দশমিক ৬ ইঞ্চি ডিসপ্লে সমৃদ্ধ ডিভাইসটির রেজুলেশন ১৯২০×১০৮০ পিক্সেল। কম বেজেল থাকায় ডিসপ্লেটি দেখতে ফুল ভিউ ডিজাইনের মতো মনে হবে। ডিসপ্লেটির স্ক্রিন টু বডি রেশিও ৯২ শতাংশ। ল্যাপটপটির পুরুত্ব ৩৮০.৫৪×২৫৬.২৮×১৯৯৫ এমএম। ওজন ১ দশমিক ৯৬ পাউন্ড।
ক্রোমবুকটি একবার সম্পূর্ণ চার্জে টানা ১০ ঘণ্টা ব্যাকআপ দেবে। ৮ গিগাবাইট র্যামের পাশাপাশি ৬৪ গিগাবাইট ইন্টারনাল মেমোরি রয়েছে এতে। এছাড়া, ডিভাইসটিতে রয়েছে ব্লুটুথ ৪.২, দুটি মাইক্রো ইউএসবি ৩.০ পোর্ট ও ৩.৫ এমএম হেডফোন জ্যাক। ক্রোম ওএস থাকায় ডিভাইসটিতে গুগল প্লেয়ের সব অ্যাপ চলবে।
ডিভাইসটির মূল্য ২৮৯ মার্কিন ডলার (২৪ হাজার ২৭৬ টাকা)। আগামী মাস থেকে বাজারে পাওয়া যাবে ল্যাপটপটি।
দ্য নেক্সট ওয়েব অবলম্বনে টিএ/এজেড/ জানু ০৮/২০১৯/১৭০০
বাড়ি নং : ৪৮২, রোড নং : ৬, এভিনিউ : ৬, মিরপুর ডিওএইচএস, ঢাকা-১২১৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি