![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : নতুন মন্ত্রিসভায় শপথ নেয়ার পর বঙ্গভবন হতে দেয়া এক ফেইসবুক স্ট্যাটাসে সবার দোয়া ও সহযোগিতা চেয়েছেন জুনাইদ আহমেদ পলক।
সোমবার বিকাল ৩টা ৪০ মিনিটে মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথ অনুষ্ঠান শুরু হয়। প্রথমে রাষ্ট্রপতি আবদুল হামিদের কাছ থেকে সরকারপ্রধান হিসেবে শপথ নেন শেখ হাসিনা। তখন রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান।
এরপর নতুন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীরা রাষ্ট্রপতির কাছ থেকে শপথ নেন। এ সময় শপথ নেন পলক। জুনাইদ আহমেদ পলক তথ্যপ্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন।
শপথ নেয়ার পর ফেইসবুক স্ট্যাটাসে পলক লিখেন, ’ বঙ্গভবনে শপথ গ্রহণ করলাম। সবার দোয়া ও সহযোগিতা কামনা করি।
আমার প্রাণপ্রিয় নেত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা, আমার প্রিয় সিংড়াবাসী, আমার দলের সকল পর্যায়ের সকল নেতা-কর্মী ভাই বোনসহ আত্মীয়-পরিজন, বন্ধু-বান্ধব, শুভাকাঙ্ক্ষী সকলের কাছে আমি কৃতজ্ঞ।’
এর আগে রোববার বিকালে মন্ত্রিপরিষদ বিভাগে এক সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম নতুন মন্ত্রিসভার মন্ত্রীদের নাম ও দপ্তর জানান।
এতে তথ্যপ্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী হিসেবে জুনাইদ আহমেদ পলকের নাম ঘোষণা করা হয়।
একই দিন দুপুরে মন্ত্রিপরিষদ বিভাগ হতে ফোন পান পলক। এই ফোনে তাকে নতুন মন্ত্রিসভায় শপথ নেয়ার জন্য আমন্ত্রণ জানানো হয় ।
পলক এবার একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-৩ (সিংড়া) আসনে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন।
এডি/জানু০৭/২০১৯/২২২৭
বাড়ি নং : ৪৮২, রোড নং : ৬, এভিনিউ : ৬, মিরপুর ডিওএইচএস, ঢাকা-১২১৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি