![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘রোবো কার্নিভাল’।
তৃতীয়বারের মতো এই কার্নিভালের আয়োজন করছে বিশ্ববিদ্যালয়টির রোবটিক্স সোসাইটি। দুই দিনব্যাপী আয়োজনটি বসছে আগামী ১৭ ও ১৮ জানুয়ারি।
এর আগে বুয়েটের ওই ক্লাবটি ২০১৬ সালে প্রথম এবং ২০১৭ সালে দ্বিতীয় রোবো কার্নিভাল করেছিল।
ক্লাবটির সভাপতি সুস্মিত হোসেন প্রিথুল টেকশহরডটকমকে বলেন, দেশে যে সব বিশ্ববিদ্যালয় রোবটিক্স নিয়ে কাজ করে আমরা তাদেরকে আমন্ত্রণ জানিয়েছি। গত দুবারের ধারাবাহিকতায় আমরা এবারও ভালো একটি আয়োজন করতে পারবো বলে প্রত্যাশা রয়েছে।
তিনি জানান, এবার ইতোমধ্যে ২২ ইউনিভার্সিটিকে রোবো কার্নিভালে অংশগ্রহণের আমন্ত্রণ জানিয়েছি আমরা।
তৃতীয় রোবো কার্নিভালে মোট পাঁচটি ভাগে ভাগ করা হয়েছে। এগুলো হলো প্যাথফাইন্ডার, ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন চ্যালেঞ্জ, প্রোজেক্ট শোকেস, আইডিয়া কম্পিটিশন এবং সকার বট চ্যালেঞ্জ।
রোবো কার্নিভালে অংশ নিতে নিবন্ধন করতে হবে। নিবন্ধন ও আয়োজন সম্পর্কে বিস্তারিত জানা যাবে এই ঠিকানায়।
এবারের রোবো কার্নিভাল বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের তিন লাখ টাকার বেশি প্রাইজমানি দেওয়া হবে।
সুস্মিত জানান, এবারই প্রথম রোবো কার্নিভালে কলেজ শিক্ষার্থীরা অংশ নিতে পারবেন। সকার বট, পাথফাইন্ডারে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি তারা অংশ নিতে পারবেন।
দিন দিন রোবটিক্সে শিক্ষার্থীদের আগ্রহ বাড়ছে। সেটা একেবারে ছোটবেলা তেকেই অনেকেই রোবটিক্স নিয়ে কাজ করার আগ্রহ দেখাচ্ছে। ফলে এমন আয়োজন তাদের আরও উৎসাহিত করবে বলে জানান সুস্মিত।
রোবো কার্নিভালে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয়, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনির্ভাসিটিসহ দেশের নামকরা সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো অংশ নেবে।
কদিন আগে প্রথমবারের মতো রোবোটিক্স অলিম্পিয়াডে অংশ নিয়ে বাংলাদেশ স্বর্ণপদক জিতেছে।
ইএইচ/জানু০৫/২০১৯/১৯৫০
আরো পড়ুন ঃ-