Samsung IM Campaign_Oct’20

উন্মোচনের ৩ বছর পর শীর্ষে উইন্ডোজ ১০

OS-techshohor
Evaly in News page (Banner-2)

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : মার্কেট শেয়ারে উইন্ডোজ ৭-কে ছাড়িয়ে গেলো উইন্ডোজ ১০। সেই হিসেবে উইন্ডোজ ১০ এখন মাইক্রোসফটের সবচেয়ে বেশি জনপ্রিয় ডেক্সটপ অপারেটিং সিস্টেম।

ওয়েব অ্যানালিটিকাল ফার্ম নেট অ্যাপ্লিকেশনের দেওয়া তথ্য অনুযায়ী, উইন্ডোজ ১০ এর মার্কেট শেয়ার ৩৯ দশমিক ২২ শতাংশ। অন্যদিকে, উইন্ডোজ ৭ এর মার্কেট শেয়ার ৩৬ দশমিক ৯ শতাংশ। উইন্ডোজ ৭ এর জনপ্রিয়তা এতোটাই বেশি যে উইন্ডোজ ১০ ওএসকে শীর্ষ জনপ্রিয় অপারেটিং সিস্টেম হিসেবে দাঁড় করাতে মাইক্রোসফটের সময় লাগলো সাড়ে তিন বছর। উইন্ডোজ ৭ বাজারে আনা হয়েছিলো ২০০৯ সালে। গত ১০ বছর ধরেই জনপ্রিয়তার শীর্ষে ছিলো অপারেটিং সিস্টেমটি।

এর আগে মাইক্রোসফট তিন বছরের মধ্যে ১০০ কোটি ডিভাইসে উইন্ডোজ ১০ চালানোর পরিকল্পনা গ্রহণ করেছিলো। কিন্তু পরবর্তীতে উইন্ডোজ ফোনের ভরাডুবির পর লক্ষ্য পূরণের সময় সীমা আরও বাড়িয়ে নেয় সফট জায়ান্টটি। বর্তমানে ৭০ কোটি ডিভাইসে চলছে অপারেটিং সিস্টেমটি। ডিভাইসগুলোর মধ্যে আছে ট্যাবলেট, পিসি, ফোন ও এক্সবক্স ওয়ান কনসোল।

আগামী ২০২০ সালের ১৪ জানুয়ারি উইন্ডোজ ৭ এর জন্য সেবা দেওয়া বন্ধ করে দেবে মাইক্রোসফট।

দ্য ভার্জ অবলম্বনে এজেড/জানু ০৩/২০১৯/১৫

*

*

আরও পড়ুন