![]() |
টেক শহর ডেস্ক : দেশের হ্যান্ডসেট বাজারের নতুন সদস্য ‘স্যামসাং গ্যালাক্সি স্টার এস৫২৮০’। একসঙ্গে দুটি মাইক্রো সিম ব্যবহার উপযোগি সেলফোনটির দাম ৬ হাজার ৯০০ টাকা।
সেটটিতে অপারেটিং সিস্টেম হিসেবে আছে গুগলের অ্যানড্রয়েড জেলিবিন ৪.১.২। এর তিন ইঞ্চি ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে টিএফটি ক্যাপাসিটিভ টাচ প্রযুক্তি। আছে এক গিগাহার্টজের কোর্টেক্স এফাইভ প্রসেসর, ৫১২ মেগাবাইট র্যাম, মালি-৩০০ মডেলের জিপিইউ, দুই মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা, এফএম রেডিও শোনা ও রেকর্ডিংয়ের সুযোগ।
দীর্ঘ সময়ের ব্যবহারের জন্য দেওয়া হয়েছে লিথিয়াম-আয়নের ১২০০ অ্যাম্পিয়ার ব্যাটারি। অভ্যন্তরীণ মেমোরি দেওয়া আছে চার গিগাবাইট, বাড়ানো যাবে ৩২ গিগাবাইট পর্যন্ত। উন্নত শব্দের জন্য দেওয়া হয়েছে ৩.৫ মিলিমিটার অডিও পোর্ট। উন্নত প্রযুক্তির ব্লুটুথ ৪.০ সংস্করণের পাশাপাশি ওয়াইফাই বা তারবিহীন ইন্টারনেট ব্যবহারের সুযোগও আছে এতে।
বাড়ি নং : ৪৮২, রোড নং : ৬, এভিনিউ : ৬, মিরপুর ডিওএইচএস, ঢাকা-১২১৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি