vivo Y16 Project

ভিডিওতে নকিয়া ৯ পিউরভিউ

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : প্রযুক্তি দুনিয়াতে এখন আলোচনার তুঙ্গে আছে নকিয়া ৯ পিউরভিউ ফোনটি। ৫ রিয়ার ক‍্যামেরা সমৃদ্ধ ফোনটির ছবি অনলাইনে ইতোমধ‍্যে ছড়িয়ে পড়েছে। এবার ফাঁস হওয়া একটি ভিডিওতে দেখা মিলেছে ডিভাইসটির।

মাইস্মার্টপ্রাইস নামের ইউটিউব চ‍্যানেলে ১ মিনিট ১১ সেকেন্ডের ভিডিওটি ২ লাখের বেশি বার দেখা হয়েছে। প্রকাশিত ভিডিওতে দেখা যায়, ফোনের ডিসপ্লের পাশে রয়েছে পাতলা বেজেল। ডিসপ্লের উপরে কোনো নচ চোখে পড়েনি। পাশে রয়েছে মেটাল ফ্রেম। ফোনের পেছনে বৃত্তাকারে রয়েছে পাঁচটি ক্যামেরা ও এলইডি ফ্ল্যাশ। ডিভাইসটিতে রয়েছে ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তি।

ফোনটির ডিসপ্লে ৫ দশমিক ২২ ইঞ্চি লম্বা। ডিভাইসটিতে অ‍্যান্ড্রয়েড ওয়ান অপারেটিং সিস্টেম থাকবে। ফলে ২ বছর অনায়াসে মিলবে সফটওয়‍্যার আপডেট। থাকবে ওয়্যারলেস চার্জিং প্রযুক্তি। প্রসেসর হিসেবে থাকবে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৪৫ চিপসেট।

Techshohor Youtube

ধারণা করা হচ্ছে, এইচএমডির অন্যান্য ফোনের মতোই নকিয়ার এ ফোনের ক্যামেরাতেও জেইস লেন্স থাকবে। ডিভাইসটি চলবে অ‍্যান্ড্রয়েড ওয়ান অপারেটিং সিস্টেমে। ২০১৯ সালের প্রথম প্রান্তিকে ফোনটি উন্মোচন করা হতে পারে বলে জানা গেছে।

এর আগে জানা যায়, ৮ গিগাবাইট র‍্যামের পাশাপাশি ইন্টারনাল স্টোরেজ থাকবে ২৫৬ গিগাবাইট। ব‍্যাকআপ দিতে এতে থাকবে ৪১৫০ মিলিঅ‍্যাম্পিয়ার ব‍্যাটারি।

ডুয়েল ক‍্যামেরার স্মার্টফোনের প্রথম দেখা মেলে বছর দুয়েক আগে। সদ্য বিদায়ী বছরে তা ট্রেন্ডে পরিণত হয়। ২০১৮ সালের বেশিরভাগ ফোনে ছিল ডুয়েল ক‍্যামেরা সেটআপ। সেটা ছাপিয়ে অনেক ফোনে দেখা যায় ট্রিপল ক‍্যামেরাতেও। আগামী বছরও ক‍্যামেরার প্রতি স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানগুলোর নজর থাকবে আরও উপরে। নকিয়া ৯ পিউরভিউ এনে সেই দৌঁড়ে কিছুটা এগিয়ে যাবে এইচএমডি গ্লোবাল।

জিএসএমএরিনা অবলম্বনে টিএ/এজেড/জানু ০২/২০১৯/২২৩০

আরো পড়ুন ঃ-

নকিয়ার নজর ফ্ল্যাগশিপে!

৫ ক্যামেরা নিয়ে জানুয়ারিতে আসছে নকিয়া ৯

*

*

আরও পড়ুন

vivo Y16 Project