Techno Header Top and Before feature image

বিয়ের কথা ইনস্টাগ্রামে জানালেন মাইলি সাইরাস

miley-techshohor
Evaly in News page (Banner-2)

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : ইনস্টাগ্রামে বিয়ের খবর নিশ্চিত করলেন হলিউডের আলোচিত সঙ্গীত ও অভিনয়শিল্পী মাইলি সাইরাস।

সাদা কালো ছবি পোস্ট করে জানান দীর্ঘদিনের প্রেমিক অভিনেতা লিয়াম হ্যামসওয়ার্থ এখন তার জীবনসঙ্গী। ছবির ক্যাপশনেই দেন বিয়ে করার দিন তারিখ।

খুব ছোট পরিসরে পারিবারিকভাবে ২৩ ডিসেম্বর বিয়ে করেছেন মাইলি ও লিয়াম। বিয়ের পরে বুধবার বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান তারা। তাদের বিয়ের খবর ছড়িয়ে পরার পর থেকেই অসংখ্য ভক্ত তাদেরকে শুভেচ্ছা জানাতে থাকেন।

তাদের দুজনের প্রথম দেখা হয়েছিলো ‘দ্য লাস্ট সং’ ছবির শুটিং সেটে। তখন মাইলির বয়স ছিলো ১৭ আর লিয়ামের বয়স ছিলো ১৯। তাই আরেকটি ছবির ক্যাপশনে মাইলি লেখেন, ১০ বছর পরে।

mcyrus-techshohor
চারটি ছবি পোস্ট করে জানিয়ে দেন বিয়ে কথা। ছবি : মাইলি সাইরাসের ইনস্টাগ্রাম পেইজ

২০১৩ সালের দিকে তাদের সম্পর্কে চিড় ধরে। এতে বিষন্নতায় আক্রান্ত হন মাইলি। শুরু হয় মাদক গ্রহণ। সে সময় খবর বের হয়, হেন কোনো মাদক নেই, যা মাইলি সেবন করেননি। এরপরে ২০১৬ সালে লিয়াম আবার তার জীবনে ফিরে আসেন। শর্ত দেন, তাকে বিয়ে করতে হলে ছাড়তে হবে মাদকের নেশা। লিয়ামকে বিয়ে করার জন্য সে শর্ত পূরণ করেন মার্কিন এই সঙ্গীত তারকা।

টিন সিরিজ হ্যানা মন্টানা দিয়ে জয় করেছিলেন লাখো ভক্তের মন। মিউজিকাল কমেডি সিরিজটি শেষ হয় ২০১১ সালে। সিরিজটিতে তিনি অভিনয় করেন মাইলি স্টুয়ার্ট চরিত্রে।

সিএনএন অবলম্বনে এজেড/ডিসে ২৭/২০১৮/১৬৪০

*

*

আরও পড়ুন