ওয়ানপ্লাসের দুই ফোনে স্ট‍্যাবল অ্যান্ড্রয়েড পাই

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : আনুষ্ঠানিকভাবে স্ট‍্যাবল অ‍্যান্ড্রয়েড পাই আপডেট পাচ্ছে ওয়ানপ্লাস ফাইভ ও ফাইভটি। নতুন আপডেটটি ইতোমধ‍্যে ব‍্যবহারকারীদের কাছে পৌঁছতে শুরু করেছে।

আপডেটে নতুন গেইমিং মোড ও কালার কাস্টোমাইজেশনও যুক্ত করা হয়েছে। অ‍্যান্ড্রয়েড পাইয়ের ইউজার ইন্টারফেস, সর্বশেষ নিরাপত্তা প‍্যাচ, গেইমিং মোড ৩.০, টেক্সট নোটিফিকেশন, ডু নট ডিস্টার্ব মোডসহ বেশ কিছু আপডেট দেয়া হয়েছে এতে। ওয়ানপ্লাস ফাইভ ও ফাইভটির আপডেটের সাইজ যথাক্রমে ১ গিগাবাইট ৭৪২ মেগাবাইট ও ১ গিগাবাইট ৭৪৮ মেগাবাইট।

ব‍্যবহারকারীরা ফোনের সেটিংস থেকে সফটওয়‍্যার আপডেটে গিয়ে নতুন অ‍্যান্ড্রয়েড পাই আপডেট করে নিতে পারবেন। ওয়ানপ্লাসের পক্ষ থেকে জানানো হয়েছে পরবর্তীতে পাই আপডেট পেতে যাচ্ছে ওয়ান থ্রি ও ওয়ান থ্রিটি।

Techshohor Youtube

এর আগে  অ‍্যান্ড্রয়েড পাইয়ের বেটা সংস্করণ উন্মোচন করেছিল ওয়ানপ্লাস। সেখানে বেশ কিছু বাগ ছিল। স্ট‍্যাবল সংস্করণে সেই বাগগুলো ফিক্স করা হয়েছে।

গত আগস্টে ব্যবহারকারীদের চাওয়া পূরণ করতে ওয়ানপ্লাস ফাইভ ও ফাইভটির ফ্রন্ট ক্যামেরায় পোর্ট্রেইট মোড যুক্ত করে ওয়ানপ্লাস।

পেছনের ক্যামেরাতে পোর্ট্রেইট মোড শুরু থেকেই দেয়া হয়েছিল। কিন্তু সেলফি তোলার ক্ষেত্রে পোর্ট্রেইট মোড ব্যবহারের অপশন ছিল না। ওয়ানপ্লাস ৬ ফোনে এ অপশনটি যুক্ত করার পর থেকেই আগের মডেলগুলোর মালিকরা সেলফি পোর্ট্রেইটের জন্য আবেদন জানাচ্ছিলেন ওয়ানপ্লাসের কাছে। তাদের কথা রাখতেই ফোন দুটির সেলফি ক্যামেরাতে পোর্ট্রেইট মোড যুক্ত করে প্রতিষ্ঠানটি।

দ‍্য ভার্জ অবলম্বনে টিএ/এজেড/ ডিসে ২৬/২০১৮/২০৩০

আরো পড়ুন ঃ-

বিজ্ঞাপনের জন্য বেজেল কমালো ওয়ানপ্লাস

নেতিবাচক রিভিউ সরিয়েছে ওয়ানপ্লাস

*

*

আরও পড়ুন