![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : গ্লোবালব্র্যান্ড বাজারে এনেছে হান্টকির জিএস ৬০০ ওয়াট গেইমিং পাওয়ার সাপ্লাই।
প্রোফেশনাল গেইমারদের কথা ভেবে সাশ্রয়ী মূল্যের পাওয়ার সাপ্লাইটি আনা হয়েছে। এতে রয়েছে একাধিক নিরাপত্তা সুরক্ষা। হান্টকির জি এস সিরিজের পাওয়ার সাপ্লাই ৮০ প্লাস, যার সঙ্গে থাকছে সক্রিয় পিএফসি।
পাওয়ার সাপ্লাইটির মূল্য ৪ হাজার টাকা। এর সঙ্গে থাকছে ৩ বছরের বিক্রয়োত্তর সেবা।
গ্লোবালব্র্যান্ডের যে কোনো শাখায় পাওয়ার সাপ্লাইটি পাওয়া যাবে।
এজেড/ ডিসে ২২/২০১৮/১৭২৩