![]() |
তুহিন মাহমুদ, টেক শহর কনটেন্ট কাউন্সিলর : সম্প্রতি বাজারে এসেছে বিশ্বের সবচেয়ে পাতলা স্মার্টফোন জিওনি ইলাইফ এস৫.৫। চীনা মোবাইল ফোন নির্মাতা জিওনির তৈরি কমদামে উন্নতমানের এই স্মার্টফোনটি ইতিমধ্যেই বেশ সাড়া ফেলেছে। গত মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে ‘জিওনি ইলাইফ এস৫.৫’ নামের এই স্মার্টফোনের ঘোষনা দেয় কোম্পানিটি।
দাম
বাংলাদেশের বাজারে জিওনির এই স্মার্টফোনটি না পাওয়া গেলেও ভারতের বাজারে গত ৩১ মার্চ থেকে এই স্মার্টফোনটি বিক্রি হচ্ছে। ২৩ হাজার ৯৯৯ রুপিতে বিক্রি হচ্ছে এই স্মার্টফোন।
একনজরে স্পেসিফিকেশন
স্মার্টফোনটিতে ১৯২০*১০৮০ পিক্সেলের ৫ ইঞ্চির সুপার অ্যামোলেড ডিসপ্লেসহ রয়েছে ১.৭ গিগাহার্জ অক্টা কোর প্রসেসর, ২ গিগাবাইট র্যাম, ১৬ গিগাবাইট স্টোরেজ, পিছনে ১৩ মেগাপিক্সেল ও সামনে ৫ মেগাপিক্সেলের ক্যামেরা, ওয়াইফাই, ব্লুটুথ ৪.০। ১৩৩ গ্রাম ওজনের এই ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে অ্যান্ড্রয়েড ৪.২। এছাড়া রয়েছে ২৩০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি।
চলুন দেখে নেওয়া যাক জিওনি ইলাইফ এস৫.৫ এর বিশেষ ফিচারগুলো।
গরিলা গ্লাস থ্রি
আপনি যদি একটু দুর থেকে জিওনি এস৫.৫ দেখেন তাহলে এটি আপনার মনকেই বদলে দেবে। কারণ, স্মার্টফোনটিতে সামনে ও পিছনে ম্যাগনেশিয়াম অ্যালয়সহ গরিলা গ্লাস ৩ ব্যবহার করা হয়েছে।
বিশ্বের সবচেয়ে পাতলা স্মার্টফোন
জিওনি ইলাইফ এস৫.৫ বিশ্বের সবচেয়ে পাতলা স্মার্টফোন হিসেবে দাবি করা হয়েছে। এটির পুরুত্ব মাত্র ৫.৫ মিলিমিটার, যা যেকোনও প্রান্ত থেকেই দেখতে ভালো লাগে। এছাড়া পাতলা স্মার্টফোনে এতো ভালো হার্ডওয়ার থাকার কারণেও প্রশংসা পেয়েছে স্মার্টফোনটি।
ডিসপ্লে
স্মার্টফোনটির সামনে ৫ ইঞ্চির ফুল এইচডি সুপার অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। যেকোনও দিক থেকেই এর সঠিক কালারসহ ভালোভাবে দেখা যায়। এছাড়া সূর্যালোকেও অনায়াসেই ডিসপ্লেতে প্রদর্শিত কনটেন্ট যেমন ভিডিও, ডকুমেন্ট, ওয়েব পেইজ দেখা এবং গেইম খেলা যায়।
প্রসেসর
এর হার্ডওয়্যারগুলোর মধ্যে রয়েছে অক্টা কোর প্রসেসর, ২ গিগাবাইট র্যাম, ১৬ গিগাবাইট স্টোরেজ ও ২৩০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। এতো পাতলা বডিতেও উন্নতমানের প্রসেসর যুক্ত করতে সক্ষম হয়েছে জিওনি। তবে এই স্মার্টফোনটির একটি সমস্যা হলো ১০ মিনিট গেইম খেলার পরেই এটি গরম হতে থাকে। তবে অন্য সবকিছুই ঠিক আছে।
ইন্টারফেইস ও ব্যাটারি লাইফ
জিওনির অন্যান্য স্মার্টফোনের মতোই নতুন এই স্মার্টফোনটিতে একাধিক ইফেক্ট ও অ্যানিমেশন ব্যবহার করা হয়েছে। এতে ইউজার ইন্টারফেইস কিছুটা ধীরগতির হয়েছে। তবে নোভার মতো ফ্রি লাউঞ্চার ব্যবহার করেই এই সমস্যা সমাধান করা যায়। তবে হেসে খেলে পুরো একদিন ব্যাটারি ব্যাকআপ দেয় ব্যাটারিটি।
ক্যামেরা ও ভিডিও রেকডিং
সাধারণ মানের ডিজিটাল ক্যামেরা থেকেও ভালোমানের ছবি তোলার স্বাদ দিতে জিওনি ইলাইফ এস৫.৫ এর পিছনে রয়েছে ১৩ মেগাপিক্সেলের ক্যামেরা। এর মাধ্যমে ভালোমানের ছবি তোলার পাশাপাশি ফুল এইচডি ভিডিও রেকর্ড করা যায়। এছাড়া ভিডিও কলের জন্য সামনে রয়েছে ৫ মেগাপিক্সেলের ক্যামেরা, যা প্রত্যাশার চেয়েও বেশি।
এছাড়া, স্মার্টফোনটি পাতলা হলেও এর লাউড স্পিকার আউটপুট খুবই ভালো।
একনজরে ভালো ও খারাপ
ভালো দিক : সুপার স্লিম ইউনিবডি ডিজাইন, অসাধারণ ডিসপ্লে, দারুন ক্যামেরা ও জোরালো অডিও।
খারাপ দিক : ধীরগতির ইউজার ইন্টারফেইস, বাড়তি স্টোরেজ সুবিধা নেই ও যথেষ্ঠ স্ক্রাচ প্রতিরোধি নয়।