চীনে হাইটেক হোটেল খুললো আলিবাবা

Alibaba-hotel-Techshohor

টেক শহর কনটেন্ট কাউন্সিলর: হোটেলজুড়েই নানা প্রযুক্তির ব্যবহার। রুম ভাড়া নিতে কাগজে-কলমে নিবন্ধনেরও দরকার নেই। ফেসিয়াল রিকগনেশন সিস্টেমেই হবে সবকিছু!

চীনের পূর্বাঞ্চলীয় ঝিনজিয়াং প্রদেশের হ্যাংঝোউ শহরে এমনই এক হাইটেক হোটেল চালু করেছে ই-কমার্স জায়ান্ট আলিবাবা।

মঙ্গলবার ফ্লাইজু নামের বিলাসবহুল হোটেলটি উদ্বোধন করা হয়। প্রযুক্তিনির্ভর হওয়ায় একে বলা হচ্ছে ভবিষ্যতের হোটেল।

Techshohor Youtube

হ্যাংঝোউ শহরেই আলিবাবার সদর দপ্তর অবস্থিত। তাই সেখানেই প্রতিষ্ঠানটি উচ্চাভিলাষী প্রকল্পটি চালু করেছে বলে ধারণা করা হচ্ছে।

প্রায় সব ক্ষেত্রেই প্রযুক্তির ব্যবহার ফ্লাইজুর আকর্ষণ বাড়িয়ে দিয়েছে। এর ফলে সহজেই মিলবে যে কোনো ধরণের সার্ভিস।

রুম ভাড়া নিতে চাইলে ফেসিয়াল রিকগনেশন সিস্টেমের মাধ্যমে মুখের স্ক্যান করা হবে। এরপর মিলবে কাঙ্খিত রুম। শুধু তাই নয়, রুমে পৌঁছে একই উপায়ে দরজার লক খোলাসহ অন্যান্য সেবাও পাওয়া যাবে।

হোটেলটিতে আরও চমক রয়েছে। কারণ রুমে বসেই কথা বলতে পারা কৃত্রিমবুদ্ধিমত্তা সম্পন্ন সহকারীর মাধ্যমে লাইট, টেলিভিশন অন-অফ, শীতাতাপ ব্যবস্থা নিয়ন্ত্রণ করতে পারবেন।

চাইলেই পানীয়, কফি নিয়ে রুমে হাজির হবে রোবট। এমনকি ডাইনিং রুমেও খাবার পরিবেশনের দায়িত্বে থাকবে রোবট।

ফ্লাইজুতে রুম বুকিং করাও খুব সহজ। মোবাইল অ্যাপের মাধ্যমে রুম ভাড়া নেওয়া যাবে।

হোটেলটির প্রধান নির্বাহী ওয়াঙ কুন বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিসম্পন্ন রোবট নানা সেবা দিয়ে গ্রাহকদের সময় বাঁচাবে এবং স্বাচ্ছন্দ বাড়াবে। হোটেল কর্মচারীদেরও এসব প্রযুক্তি পরিশ্রম কমাবে।

ফ্লাইজুর সেবা উন্নয়নে ভবিষ্যতে আরও উদ্যোগ নেয়া হবে বলে জানিয়েছেন তিনি।

সিনহুয়া অবলম্বনে এসআই/ডিসে২১/২০১৮/০২৩০

*

*

আরও পড়ুন