Header Top

বাংলাদেশের ৯ পেইজ, ৬ অ্যাকাউন্ট বন্ধ করেছে ফেইসবুক

Facebook-massage-techshohor
ছবি : ইন্টারনেট থেকে নেওয়া
Evaly in News page (Banner-2)

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : মিথ্যা তথ্য ছড়ানো এবং প্লাটফর্মের অপব্যবহার করায় দেশের ৯ পেইজ এবং ছয়টি অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে ফেইসবুক।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এসব পেইজ এবং অ্যাকউন্ট থেকে ফেইসবুকের নীতিমালা ভঙ্গ করে মিথ্যা তথ্য ও গুজব ছড়ানো হচ্ছিল বলে জানিয়েছে ফেইসবুক।

বৃহস্পতিবার সন্ধ্যায় এসব পেইজ ও অ্যাকাউন্ট সরিয়ে নেওয়া হয়েছে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে ফেইসবুক।

ফেইসবুক জানায়, আমরা আমাদের প্রতিষ্ঠানের মাধ্যমে তদন্ত করে এসব পেইজ এবং অ্যাকাউন্টের বিরুদ্ধে প্রমাণ পেয়েছি। এসব থেকে সরকারের সমর্থনে এবং বিরোধীদের লক্ষ্য করে হিংসাত্মক কনটেন্ট প্রচার করা হতো।

আমাদের মিসরিপ্রেজেন্টেশন নীতিমালা এসব কনটেন্ট ফেইসবুক সাপোর্ট করে না। যার জন্য আমরা এসব বন্ধ করতে বাধ্য হয়েছি বলে জানায় ফেইসবুক।

এসব পেইজের সবচেয়ে পুরাতনটা খোলা হয়েছিল ২০১৭ সালের জুলাইয়ে। আর সর্বশেষটা চলতি বছরের নভেম্বরে।

এসব পেইজ থেকে ইতোমধ্যে ৮০০ ডলার বিজ্ঞাপন বাবদ খরচ করা হয়েছে বলে জানায় ফেইসবুক।

বন্ধ করে দেওয়া পেইজগুলোর মধ্যে রয়েছে বিডিনিউজটুয়েন্টিফোর ডটকমের আদলে তৈরি বিডিএসনিউজ২৪ ডটকম, নিউজদিনরাত২৪ ডটকম, বিবিসি বাংলার নকল করে তৈরি বিবিসি-বাংলা ডটকম।

তবে এই তিনটির বাইরে কোন পেইজ এবং অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে সেগুলোর নাম জানায়নি ফেইসবুক।

ইএইচ/ডিসে২০/২০১৮/১৯৩০

*

*

আরও পড়ুন