Techno Header Top and Before feature image

নাসা হ্যাক

Evaly in News page (Banner-2)

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা হ্যাকিংয়ের শিকার হয়েছে। সংস্থাটি জানিয়েছে, এই হ্যাকিংয়ে বিশ্বের শীর্ষস্থানীয় বিজ্ঞানীদের ব্যক্তিগত তথ্য ফাঁস হতে পারে।

নাসা তার কর্মীদের একটি মেমো পাঠিয়ে জানিয়েছে, চলতি বছরের শুরুতে অজ্ঞাতনামা কেউ তাদের সার্ভারে প্রবেশ করে এমন কাণ্ড ঘটিয়েছে।

ওই মেমোতে নাসা জানায়, ২০১৮ সালের ২৩ অক্টোবর থেকে নাসার সাইবার সিকিউরিটি বিভাগের কর্মীরা তদন্তে জানতে পারেন তাদের সার্ভারে কেউ প্রবেশ করেছিল। যেখানে বিজ্ঞানীদের ‘পার্সোনালি আইডেন্টিফিয়েবল ইনফরমেশন’(পিআইআই) মজুদ ছিল।

সেই তদন্তের পর নাসা জানাচ্ছে, সংস্থাটির বর্তমান ও সাবেক কর্মীদের সোশাল সিকিউরিটি নাম্বার এবং অন্যান্য পিআইআই এর যে ডেটা সংরক্ষণ ছিল সেগুলো নিতে পারে হ্যাকাররা।

তবে হ্যাকের বিষয়টি নজরে এলে নিজেদের ডেটা এবং সার্ভারের ডেটা সুরক্ষার বিষয়টিতে সর্বোচ্চ নজর দেয় সংস্থাটি। তবে ঠিক কতজন হ্যাকের শিকার হয়েছেন তা জানানো হয়নি।

নাসা জানিয়েছে, তথ্যের নিরাপত্তার বিষয়টিতে তারা সব থেকে বেশি গুরুত্ব দেয়।

এর আগেও নাসাতে সাইবার আক্রমণ চালিয়েছে দুর্বৃত্তরা। ২০১১ এবং ২০১৩ সালে হ্যাক করে কিছু তথ্য নিতে সক্ষম হয় ইতালির এক দল হ্যাকার।

বিবিসি অবলম্বনে ইএইচ/ডিসে২০/২০১৮/১৭১২

*

*

আরও পড়ুন