![]() |
তুসিন আহমেদ, টেক শহর কনটেন্ট কাউন্সিলর : কম্পিউটার চালুর সময় অনেক ক্ষেত্রে এর ড্রাইভ চেকিং হয়ে থাকে। যেমন : checking drive e…. press any key to canceled। এই ধরণের ম্যাসেজগুলো একদিকে যেমন বিরক্তকর, অন্যদিকে কম্পিউটার চালু হতে অধিক সময় লাগে। তবে একটু কৌশল অবলম্বন করলে এই সমস্যার সমাধান করা সম্ভব।
এই টিউটোরিয়ালে কম্পিউটার ওপেন করার সময় ড্রাইভ চেকিং অপশন বন্ধ করার কৌশল দেখানো হলো।
প্রথমে স্টার্ট মেনু থেকে রান এ যেতে হবে।
সেখানে cmd লিখে এন্টার দিতে হবে।
তারপর সিএমডি মুডটি ওপেন হলে chkntfs E: /X লিখে এন্টার দিয়ে তা বন্ধ করতে হবে।
এরপর কম্পিউটার রিস্টাট দিতে হবে। ব্যাস তাহলেই বন্ধ হয়ে যাবে এই চেকিং অপশন। আর দ্রুতগতিতে চালু হবে কম্পিউটার।
বাড়ি নং : ৪৮২, রোড নং : ৬, এভিনিউ : ৬, মিরপুর ডিওএইচএস, ঢাকা-১২১৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
This is jst a great website….. i jst luv it !!!!!