Header Top

ফ্ল্যাগশিপ ও মিড রেঞ্জের ফোন আনবে এইচটিসি

mid-HTC-techshohor

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : তাইওয়ানের প্রযুক্তিপণ্য নির্মাতা কোম্পানি এইচটিসি আগামী বছর ফ্ল্যাগশিপ ও মিড রেঞ্জ ফোন আনার ঘোষণা দিয়েছে। প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট ড্যারেন চ্যান সংবাদ মাধ্যম ডিজিটাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানান।

বাজারে থাকা এইচটিসি ইউ ১২ সিরিজের আরও কিছু ফোন আনবে তারা। গত নভেম্বরে বিক্রি শুরু হয় এইচটিসি ইউ১২ লাইফের। ১২৮ জিবি স্টোরেজের ফোনটি এখন পর্যন্ত বেশ ভালো ব্যবসা করেছে বলে জানিয়েছেন চ্যান।

চলতি মাসে বাজারে আনা ব্লকচেইন স্মার্টফোন এক্সোডাস ১ এর স্টক ইতোমধ্যে শেষ হয়ে গেছে। প্রথম ব্যাচের সব ফোন বিক্রি হয়ে যাওয়ায় আশার আলো দেখতে পারছে এইচটিসি।

তবে গত মে মাসে উন্মোচন করা এইচটিসি ইউ ১২+ ফোনটি নিয়ে ক্রেতাদের মধ্যে তেমন কোনো আগ্রহ তৈরি হয়নি।

দীর্ঘদিন থেকেই ফোন ব্যবসায় মন্দা যাচ্ছে এইচটিসির। এমনকি প্রতিষ্ঠানটি স্মার্টফোন ইউনিট বেচে দিচ্ছে এমন কথাও শোনা যায় গত বছর।

গত বছরের সেপ্টেম্বরে এইচটিসির ফোন তৈরি শাখার সিংহভাগ ১১০ কোটি ডলারে কিনে নেয়ার চুক্তি করেছিল গুগল। চুক্তির ফলে এইচটিসির মোবাইল ডিজাইন ও গবেষণা ইউনিটের কিছু কর্মী গুগলের সঙ্গে কাজ শুরু করে। এতে করে এইচটিসির জন্য ফোন নির্মাণ করা আরও কঠিন হয়ে পরে।

তাইওয়ানিজ প্রতিষ্ঠানটি বিক্রি হয়ে যাচ্ছে এমন গুঞ্জন থামিয়ে দিতেই নিজেদের পরিকল্পনা জনসম্মুখে প্রচার করলো তাইওয়ানিজ কোম্পানিটি।

আরও পড়ুন

মন্দা, তবুও ফ্ল্যাগশিপ তৈরিতে ঝোঁক এইচটিসির

সাশ্রয়ী দামে এইচটিসির নতুন ফোন

জিএসএম এরিনা ও নাইনটুফাইভ গুগল অবলম্বনে এজেড/ডিসে ১৯/ ২০১৮/১১৩০

*

*

আরও পড়ুন