আসুসের মনিটর আনলো গ্লোবালব্র্যান্ড

Asus-Monitor-techshohor

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : গ্লোবালব্র্যান্ড দেশের বাজারে আনলো আসুসের নতুন মনিটর ভিজেড২২৯এইচই।

মনিটরটির ডিসপ্লের পূরুত্ব ৭ মিলিমিটার। এর প্যানেল বিট ডেপথ ৮ বিটের, যার মাঝে ফ্রেম রেট কন্ট্রোল নেই।  মনিটরটির রেজুলেশন ১৯২০*১০৮০ পিক্সেল। এতে আরও রয়েছে ব্লু লাইট ফিল্টার, গেমার মোড ও ফ্লিকার ফ্রি টেকনলোজি।

নতুন গেইমার কিংবা প্রফেশনাল এডিটরদের কথা ভেবে মনিটরটি বাজারে আনা হয়েছে।  এতে আরও রয়েছে ভিজিএ, ডিভিআই-ডি ও এইচএমআই পোর্ট।

Techshohor Youtube

সাড়ে ২১ ইঞ্চির মনিটরটির দাম নির্ধারণ করা হয়েছে ১২ হাজার টাকা। মনিটরটিতে পাওয়া যাবে ৩ বছরের ওয়ারেন্টি।

এজেড/ডিসে ১৩/২০১৮/১৮

*

*

আরও পড়ুন