তথ‍্য হাতিয়ে নিচ্ছে উইন্ডোজ ১০!

উইন্ডোজ ১০। ছবি : ইন্টারনেট

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : কয়েক বছর আগে উইন্ডোজ ১০ ব‍্যবহারকারীদের তথ‍্য হাতিয়ে নিচ্ছে এমন অভিযোগ উঠেছিল।

তারপর মাইক্রোসফট ব‍্যবহারকারীদের অভিযোগের ভিত্তিতে ওএসটিতে প্রাইভেসি প‍্যানেল ফিচার যুক্ত করেছিল। সেখানে ব‍্যবহারকারীরা ব‍্যক্তিগত তথ‍্য নিয়ন্ত্রণ করতে পারতো।

তবে সম্প্রতি মাইক্রোসফটের বিরুদ্ধে আবারও ব‍্যবহারকারীদের তথ‍্য হাতিয়ে নেয়ার অভিযোগ উঠছে। প্রাইভেসি প‍্যানেলে ব‍্যবহারকারীরা কোন তথ‍্য শেয়ারের অনুমতি না দিলেও সেই তথ‍্য হাতিয়ে নিচ্ছে উইন্ডোজ ১০। প্রযুক্তি বিষয়ক সংবাদ মাধ‍্যমে জেডনেটে প্রকাশিত এক প্রতিবেদন উঠে আসে এই তথ‍্য।

Techshohor Youtube

প্রতিবেদনে বলা হয়, ব‍্যবহরকারীরা কোন ওয়েবসাইট ভিজিট করছেন, কোন অ‍্যাপ ব‍্যবহার করছেন এমন তথ‍্য হাতিয়ে নিচ্ছে উইন্ডোজ ১০। এছাড়া ব‍্যবহারকারীদের প্রতিদিনের কার্যক্রমের উপর নজর রাখে উইন্ডোজ ১০। অনুমতি ছাড়া তথ‍্য নেয়ার বিষয়টি উইন্ডোজ ১০ এর নীতিমালায় উল্লেখ‍্য নেই।

কেন অনুমতি না দিলেও তথ‍্য নেয়া হচ্ছে এই সম্পর্কে মাইক্রোসফট পক্ষ থেকে বিস্তারিত কোন তথ‍্য জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, শিগশিরই উইন্ডোজ ১০ এর নতুন কোন আপডেটে এই সমস্যার করা সমাধান হবে।

ইয়াহু নিউজ অবলম্বনে টিএ/এইচ/ডিসে ১৩/২০১৮/২১৩০

*

*

আরও পড়ুন