ব্যবসা উপস্থাপন করে বিনিয়োগ জেতার সুযোগ

tiger-techshohor

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : বিনিয়োগকারীদের সামনে আইডিয়া তুলে ধরে নিজেদের প্রতিষ্ঠানে অর্থায়ন পাওয়ার সুযোগ পেতে যাচ্ছেন তরুণ উদ্যোক্তারা।

স্টার্টআপ ঢাকা নবীন উদ্যোক্তাদের উদ্ভাবন ও ভাবনাকে বাস্তবে রূপ দিতে এ উদ্যোগ নিয়েছে। টাইগার কেজ নামে একটি রিয়েলিটির শোর আয়োজন করেছে তারা।প্রতিষ্ঠানগুলোর ব্যবসা উপস্থাপন ক্যামেরাতে ধারণ করে তা ভিডিও সিরিজ আকারে স্টার্টআপ ঢাকার ওয়েবসাইটে আপলোড করা হবে।

গত সোমবার ধানমণ্ডির ইএমকে সেন্টারে টাইগার কেজ নামের  ভিডিও সিরিজটির উদ্বোধন করা হয়।

Techshohor Youtube

প্রথম মৌসুমে বিচারক ও বিনিয়োগকারী হিসেবে থাকছেন স্টার্টআপ ঢাকার প্রধান নির্বাহী ও প্রতিষ্ঠাতা মুস্তাফিজুর খান, সহ-প্রতিষ্ঠাতা সামাদ মিরালি, স্টার্টআপ ঢাকা ও ম্যাগনিটো ডিজিটালের সহ-প্রতিষ্ঠাতা ফায়াজ তাহের ও অ্যাডকমের ব্যবস্থাপনা পরিচালক নাজিম ফারহান চৌধুরী।

প্রতিযোগিতাটিতে অংশ নিতে ৬২ কোম্পানি আবেদন করেছিল। এর মধ্য থেকে ১৬ স্টার্টআপকে বাছাই করা হয়। এরপর বিচারকদের রায়ে ৪টি স্টার্টআপ নির্বাচিত হয়। টাইগার কেজের পরবর্তী সিরিজে নিজেদের ব্যবসা সবার সামনে তুলে ধরার সুযোগ পাবে নির্বাচিত ৪ প্রতিষ্ঠান।

কোম্পানিগুলো হলো অনলাইন ভ্রমণ প্ল্যাটফর্ম অভিযাত্রিক, সহজে ব্যবহারযোগ্য রোবোটিক কিট নির্মাণকারী প্রতিষ্ঠান অ্যাডামা রোবটিক্স, মোটরবাইকের নিরাপত্তা ডিভাইস তৈরিকারী প্রতিষ্ঠান জিএস বাইক সিকিউরিটি, বিউটি ও লাইফস্টাইল সেবা প্রদানকারী প্রতিষ্ঠান বিডিপার্লারস।

বিস্তারিত জানতে ভিজিট করতে হবে এই ঠিকানায়

এজেড/ ডিসে ১২/২০১৮/১৭১২

*

*