শেষ হলো সিম্ফনির অফার

Symphony-techshohor

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : ক্রেতাদের জন্য সিম্ফনির মেগা ধামাকা অফার ক্যাম্পেইনটি শেষ হয়েছে।

গত ১৬ অক্টোবর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত চলা ক্যাম্পেইনটিতে প্রায় ৯০ ক্রেতা  বিমান টিকেট ও ৬ ক্রেতা মোটর বাইক জিতেছেন।

এই ক্যাম্পেইনের প্রথম সপ্তাহের বাইক বিজয়ী ছিলেন খুলনার সন্ধ্যা রাণী সাহা। দ্বিতীয় সপ্তাহে একই পুরস্কার জিতেছিলেন সাভারের ফরিদুর, তৃতীয় সপ্তাহের বিজয়ী ছিলেন বাড্ডার জাকির আলম, চতুর্থ সপ্তাহে বাইক জিতেছিলেন চট্টগ্রামের শহীদ ও পঞ্চম সপ্তহে বিজয়ী ছিলেন রংপুরের আরিফুর।

Techshohor Youtube

এই অফারে শেষ সপ্তাহে সিম্ফনি জেড১০ হ্যান্ডসেটটি কিনে মোটর বাইক জিতে নেন মাহমুদুননবী কাজল।

সিম্ফনির হেড অফিসে তার হাতে বাইক তুলে দেন কোম্পানির সিনিয়র ডাইরেক্টর মাকসুদুর রহমান। এ সময় শেষ সপ্তাহের টিকেট বিজয়ী ও সিম্ফনি মোবাইলের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এজেড/ ডিসে ১১/২০১৮/১৭

*

*

আরও পড়ুন