বছরের শুরুতে প্রচার চাইলে আপনার জন্য এ অ্যাপ

পোস্টার মেকার অ্যাপের লোগো। ছবি : ইন্টারনেট

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : নতুন বছরের শুরু থেকে নতুন করে শুরু করতে চাইছেন। তাহলে অনলাইনে আপনার প্রতিষ্ঠানের প্রচারের জন্য নিজেই বানিয়ে নিতে পারেন একটি পোস্টার কিংবা ফ্লাইয়ার অথবা বিজ্ঞাপন।

ফেইসবুক কিংবা টুইটারসহ অন্য জনপ্রিয় মাধ্যমগুলোতে এসব পোস্টার দারুণভাবে ব্যবহার করতে পারবেন । তবে গ্রাফিক্সের কাজ জানেন না বলে নিজে এগোতে চান না। বাজেট কম বলে পেশাদার ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছেও যাওয়ার সুযোগ নেই।

বিষয়টা এমন হলে আপনার দারুণ কাজে দেবে এ অ্যাপ রিভিউ। পোস্টার তৈরির জন্য ফোনে ইন্সটল করে নেন পোস্টার মেকার অ্যাপটি। এটির মাধ্যমে কয়েক ক্লিকে নিজের মনের মতো পোস্টার তৈরি করতে পারবেন।

Techshohor Youtube

বানিয়ে নিতে পারবেন ফ্লাইয়ার কিংবা প্রয়োজন অনুযায়ী বিজ্ঞাপনও।

এক নজরে অ্যাপটির ফিচারগুলো

অ্যাপটিতে অনেক ব্যাকগ্রাউন্ড খুঁজে পাওয়া যাবে। সেখানে বিনামূল্যের অনেক ব্যাকগ্রাউন্ডের পাশাপাশি পেইড ব্যাকগ্রাউন্ড রয়েছে।

অনেকে শুধু পছন্দের রঙের ব্যাকগ্রাউন্ড তৈরি করতে চান। সে জন্য অ্যাপটিতে পছন্দের রঙের ব্যাকগ্রাউন্ড তৈরির সুবিধা রয়েছে। চাইলে ফোনের স্টোরেজ থাকা ছবিও পোস্টারের ব্যাকগ্রাউন্ডে ব্যবহার করতে পারবেন।

অ্যাপটির ‘free designs’ ট্যাবে অনেকগুলো ফ্রি পোস্টারের টেমপ্লেট পাবেন। সেখান থেকে ব্যবহারকারীরা পছন্দের টেমপ্লেটটি প্রয়োজন অনুযায়ী এডিট করে নিতে পারবেন।

খেলা কিংবা কোনো পণ্য বিক্রির বিজ্ঞাপনের জন্যও আলাদা পোস্টারের টেমপ্লেট রয়েছে।

এতে টেক্সট, ফন্ট পরিবর্তনের পাশাপাশির ছবি ব্লার করা যাবে।

এ ছাড়া ছবিতে নানা ফিল্টার যুক্ত করা যাবে। পোস্টারকে আরও আকর্ষণীয় করতে স্টিকার রয়েছে অ্যাপটিতে।

এ অ্যাপের মাধ্যমে এডিট করা পোস্টার ফোনের ইন্টারনাল মেমোরিতে সংরক্ষণের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা যাবে।

অফলাইনে ব্যবহার করা যাবে অ্যাপটি।

এ ঠিকানা থেকে অ্যাপটি ডাউনলোড করে ব্যবহার করা যাবে।

গুগল প্লেতে ৪.৮ রেটিং প্রাপ্ত অ্যাপটির সাইজ ২৯ মেগাবাইট। এটি এখন পর্যন্ত ডাউনলোড হয়েছে ৫০ লাখের বেশি।

আরএ/আরআর/০১জানুয়ারি/২০২০/১৭৪৫

*

*

আরও পড়ুন