![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : কপিরাইট এখন বিশ্বজুড়ে বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে। অথচ অপেশাদার কার্যক্রমের জন্য অনলাইন থেকে নানান কিছু ব্যবহারের প্রয়োজন হয়। এ সুযোগও রয়েছে ভার্চুয়াল দুনিয়ায়।
অনলাইনে এখন অনেক ওপেন সোর্স অ্যাপ বা সফটওয়্যার পাওয়া যায়। এসব অ্যাপ যেমন বিনামূল্যে ব্যবহার করা যায় তেমনি এগুলোর কনটেন্ট নিয়ে নিজের মতো করে কাস্টমাইজ করা যায়।
বিশ্বজুড়ে ডেভেলপাররা সবার জন্য উন্মুক্ত একটি অনলাইন জগত গড়ে তুলতে কাজ করছেন। যাতে একদম বিনামূল্যে যে কোনো প্রান্ত থেকে মানুষ সেবা উপভোগ করতে পারে।
আপনি হয়ত কোনো কাজের জন্য একটি পেইড অ্যাপ ব্যবহার করছেন। একটু খুঁজলে অবশ্য একই ফিচার সমৃদ্ধ ওপেন সোর্স অ্যাপের সন্ধানো পেতে পারেন।
কিন্তু প্রশ্ন হচ্ছে, ওপেন সোর্স অ্যাপগুলোর খোঁজ কীভাবে মিলবে? এ জন্য আপনি ফোনে ইন্সটল করেন নিন এফ ড্রায়েট নামের অ্যাপটি।
অনেকেই জানেন না ওপেন সোর্স সফটওয়্যার বা অ্যাপ কি? আসুন প্রথমে জেনে নেই বিষয়টি সম্পর্কে।
সফটওয়্যার বা অ্যাপ কোডের মাধ্যমে তৈরি করা হয়। তবে কোডগুলো আমরা দেখতে পারি না বা দেখতে পারলেও আইনগতভাবে কোড বা সফটওয়্যার সম্পাদনার সুযোগ নেই। কিন্তু ওপেন সোর্স সফটওয়্যার বা অ্যাপে কোডগুলো দেখা যায় এবং যে কোনো ডেভেলপার সেই কোড সম্পাদনা করে নিজের মতো করে আলাদা অ্যাপের আপডেট করতে পারবেন।
এক নজরে এফ ড্রায়েট অ্যাপ
অ্যাপটি মূলত প্লেস্টোরের মতো একটি অ্যাপ্লিকেশনের পাটফর্ম। সেখানে ওপেন সোর্স অ্যাপগুলো খুঁজে পাওয়া যাবে।
এতে সর্বশেষ উন্মোচন হওয়া ওপেন সোর্স অ্যাপগুলো খুঁজে পাওয়া যাবে।
ব্যবহারকারীরা প্রয়োজন অনুযায়ী ক্যাটাগরি থেকে ওপেন সোর্স অ্যাপ ডাউনলোড করতে পারবেন।
অ্যাপটিতে রয়েছে নোটিফিকেশন সুবিধা। এ ছাড়া নতুন অ্যাপ আপডেট এলে তা দেখে নেওয়ার সুবিধা রয়েছে।
এ ঠিকানা থেকে অ্যাপটি বিনামূল্যে ডাউনলােড করে ব্যবহার করা যাবে। তবে অ্যাপটি গুগল প্লেস্টোরে নেই।
টিএ/আরআর/২২ নভেম্বর/২০১৯/১৩৫৭