চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে জোবাইক

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : কক্সবাজার ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পর এবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বাইসাইকেল রাইড শেয়ারিং সেবা শুরু করেছে জোবাইক।

শুক্রবার থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে জোবাইকের রাইড শেয়ারিং চালু হয়েছে। প্রথম অবস্থায় সেখানে ৫০টি বাইসাইকেল দিয়ে এই রাইড শেয়ারিং শুরু করেছে প্রতিষ্ঠানটি। তবে অল্প সময়ের মধ্যে এর পরিমাণ আরও বাড়াবে বলে জানায় জোবাইক।

জোবাইকের প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট মেহেদী রেজা টেকশহরডটকমকে বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমরা সফল হয়েছি জোবাইক শেয়ারিং সেবায়। সেখান থেকে অনুপ্রাণিত হয়েই এবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সেবাটি শুরু করা হয়েছে।

Techshohor Youtube

তিনি বলেন, প্রথম দিনেই আমরা শিক্ষার্থীদের এই রাইড শেয়ারিংয়ে আগ্রহ দেখেছি। অনেক শিক্ষার্থী দীর্ঘ লাইনে দাঁড়িয়েও বাইসাইকেল নিয়েছেন। এই আগ্রহ ধরে রাখতে আমরা কাজ করে যাবো।

ছেলে মেয়ে উভয়ের ব্যবহার উপযোগী হিসেবে তৈরি জোবাইকের স্মার্ট এই সাইকেলের সঙ্গে আছে অত্যাধুনিক লক, সোলার প্যানেল, জিপিএস ইত্যাদি। এই সাইকেলের লক খোলার জন্য দরকার হবে একটি অ্যান্ড্রয়েড অ্যাপ। অ্যাপ ডাউনলোড করে, অ্যাকাউন্ট খুলে, সাইকেলের সঙ্গে থাকা কিউআর কোড স্ক্যান করে সাইকেলটি ব্যবহার করা যাবে।

সাইকেলটি ব্যবহারের জন্য প্রতি পাঁচ মিনিটে গুণতে হবে তিন টাকা। অ্যাপের মাধ্যমে সাইকেলের লক খোলার সঙ্গে শুরু হবে সময় গণনা। গন্তব্যে পৌঁছে ব্যবহারকারী যখন সাইকেলটি স্ট্যান্ড করে পুনরায় লক করবেন তখন শেষ হবে তার রাইড।

ইএইচ/ডিসে০৯/২০১৮/১৫০০

আরো পড়ুন ঃ-

চবি, শাবিপ্রবি ও রাবিতে যাচ্ছে জোবাইক

কক্সবাজারে শুরু বাইসাইকেল শেয়ারিং সেবা জোবাইক

সাইকেল শেয়ারিং বন্ধ, কারণ চুরি!

*

*

আরও পড়ুন