Techno Header Top and Before feature image

মূল্যছাড় দিচ্ছে সিম্ফনি

Mega-cashback-techshohor
Evaly in News page (Banner-2)

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : স্মার্টফোনে ক্যাশব্যাক দিচ্ছে এডিসনের গ্রুপের মালিকানাধীন কোস্পানি সিম্ফনি ও হ্যালিও মোবাইল।

সিম্ফোনির নির্দিষ্ট তিনটি ও হ্যালিওর একটি মডেলের ফোনে ক্যাশব্যাক পাবেন ক্রেতারা। অফারটি চলবে স্টক থাকা পর্যন্ত।

এডিসন গ্রুপ থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিম্ফনির জেড ১০ হ্যান্ডসেটে পাওয়া যাবে দেড় হাজার টাকা, পি১১ হ্যান্ডসেটে থাকছে ১ হাজার টাকা ও আই ৭৫ হ্যান্ডসেটে পাওয়া যাবে ৫০০ টাকা ক্যাশব্যাক।

এছাড়াও, এডিসন গ্রুপের প্রিমিয়াম হ্যান্ডসেট ব্র্যান্ড হ্যালিও এস৬০ তে থাকছে ২ হাজার টাকা ছাড়।

সিম্ফনির যে কোনো আউটলেট থেকে হ্যান্ডসেট কিনলে এই ক্যাশব্যাকের অফার পাওয়া যাবে।

এজেড/ডিসে ০৬/২০১৮/১৬৩২

*

*

আরও পড়ুন